খাস খবর ডেস্ক: ভারতের তারকা ওপেনার কেএল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির প্রেমের সম্পর্ক নিয়ে গুজব চলছে বহুদিন ধরেই। গুজব নিয়ে অবশ্য এতদিন দুইজনের কেউই মুখ খোলেননি। এবার প্রথমবারের জন্য গোটা বিশ্বের সামনে প্রকাশ্যে এল তাদের সম্পর্ক। রাহুল এবং আথিয়া তাদের ভাই আহান শেঠির প্রথম ছবি ‘তড়প’ -এর প্রিমিয়ারে গিয়েছিলেন। সেই সময়ই প্রথমবার জনসমক্ষে এসেছেন রাহুল-আথিয়া। দুজনকে একসঙ্গে মঞ্চে দেখে সবটাই পরিস্কার হয়ে যায়।
তাদের গোপন সম্পর্কের পর্দা ফাঁস হয়ে যায়। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া ভারতীয় ওপেনার রাহুলের হাত ধরে মঞ্চে পৌঁছে পাপারাজ্জিদের জন্য হাসিমুখে পোজও দেন। রাহুল ছাড়াও আথিয়ার ভাই আহান শেঠির ছবির প্রিমিয়ারে আথিয়ার মা ও বাবা সুনীল শেঠিও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চোটের কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন রাহুল।
আরও পড়ুন: IND NZ: আউট নাকি নটআউট? বিরাট কোহলির উইকেট নিয়ে খুশি নন সমর্থকরা
গত মাসের শুরুর দিকে আথিয়ার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে তার ভালোবাসা প্রকাশ করেছিলেন রাহুল। এই ক্রিকেটার জন্মদিনে অভিনেত্রী আথিয়ার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন। হার্ট ইমোজি দিয়ে লিখেছিলেনন, ‘শুভ জন্মদিন আমার প্রিয়, আথিয়া শেঠি।” তার এই পোস্টের পর ফ্যানদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশিরাও ফ্যানরা এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আথিয়া এবং রাহুলের অনেক ছবি রয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে।