32 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home ক্রিকেট আইসিসি ইভেন্টে ৬৫+ গড় নিয়েও ধাওয়ান পিছিয়ে পড়েছিলেন তরুণদের ভিড়ে, নেপথ্যে কামিন্স?

আইসিসি ইভেন্টে ৬৫+ গড় নিয়েও ধাওয়ান পিছিয়ে পড়েছিলেন তরুণদের ভিড়ে, নেপথ্যে কামিন্স?

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালে ভাইজাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে যে কেরিয়ারের সূচনা ঘটেছিল তার সমাপ্তি ঘটল শনিবার। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শিখর ধাওয়ান আন্তর্জাতিক সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল ভারতীয় ওপেনারকে। দেড় বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: দেড় বছর অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের

ধুন্ধুমার ব্যাটিং অ্যাপ্রোচের শিখরকে ডাকা হয়, গব্বর নামে। বিশেষ করে, ৫০ ওভারের আইসিসির প্রতিযোগিতাগুলিতে চিরকালই তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে তাঁর ব্যাটিং গড় ৬৫ -রও বেশি। অন্যদিকে ২০১৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন ১৮৭ রানের ইনিংস। অথচ এরপরেও গব্বরের আন্তর্জাতিক কেরিয়ারকে সে অর্থে বর্ণময় বলার উপায় নেই।

- Advertisement -

২০১৩ সালে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সবথেকে বড় কারিগর ছিলেন শিখর ধাওয়ান (৫ ম্যাচে ৩৬৩ রান)। তবে শুধু সেবারই নয়, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সর্বাধিক রানসংগ্রাহক (৫ ম্যাচে ৩৩৮ রান) হয়ে গোল্ডেন ব্যাট জিতে নেন। এছাড়া ২০১৪ এবং ২০১৮ সালের এশিয়া কাপেও রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ছিলেন ভারতীয় ওপেনার। ২০১৫ বিশ্বকাপে ভারতের হয়ে সবথেকে বেশি রান (৮ ম্যাচে ৪১২ রান) তাঁরই। কিন্তু এরপরই ২০১৯ বিশ্বকাপ চলাকালীন এক জোরদার ধাক্কা লাগে এই উজ্জ্বল কেরিয়ারে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রান করলেও প্যাট কামিন্সের বলে শিখর ধাওয়ান বাঁ হাতের বুড়ো আঙুলে মারাত্মক চোট পান। ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়। এরপর যদিও আবার ফেরত এসেছেন, এমনকি ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে নেতৃত্বও দিয়েছেন দলকে, তবু কোভিড পরবর্তী যুগে হারানো ছন্দ আর কখনওই সেভাবে ফিরে পাননি তিনি। ফলে শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মত তরুণদের ভিড়ে হারিয়ে যেতে থাকেন ক্রমশঃ।

- Advertisement -

সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, প্যাট কামিন্সের বলে আঘাত পেয়ে শুধু ২০১৯ বিশ্বকাপ থেকেই ছিটকে যাননি ধাওয়ান, এর পরে আর কখনওই দেশের হয়ে আইসিসি প্রতিযোগিতায় নামা হয়নি তাঁর। এমনকি এই বছরের আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গেলেও ফিটনেস সমস্যা ভুগিয়েছে তাঁকে। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে সমস্যা। গত বছরের অক্টোবরেই স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে ঘটে গিয়েছে। একমাত্র ছেলেকে কাছে পান না। সব মিলিয়েই কি আর পেরে উঠলেন না গব্বর?

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

হাউজ স্টাফ নিয়োগে চলত বিপুল টাকার খেলা, আশিসের ভূমিকা কী ছিল তাতে

খাসডেস্ক: আরজি কর (R G KAR) হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ১১ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর বিশেষ কোর্টের। সিবিআই এর...

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...