নয়াদিল্লি: রুদ্ধশ্বাস ম্যাচ। এভাবেও ফিরে আসা যায় তা প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া। T-20 ওয়ার্ল্ড কাপ জিতে দিয়েছে রোহিত শর্মার মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ রানে জিতল ভারত। এই জয়ের পরেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোটা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “চ্যাম্পিয়নস! আমার গর্বিত, একেবারে ঘরের স্ট্যাইলে T20 World Cup আনল আমাদের দল। আমরা ভারতীয় ক্রিকেট দলের জন্য গর্বিত। এই ম্যাচটি ছিল ঐতিহাসিক।” শুধু প্রধানমন্ত্রী নন ভারতের এই জয়ে সকল শ্রেনীর মানুষই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিশ্ব চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। আমাদের জাতির জন্য একটি গৌরবময় মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা #T20WorldCup জুড়ে অতুলনীয় টিম স্পিরিট এবং স্পোর্টসম্যানশিপের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। জাতি তাদের ঐতিহাসিক অর্জনে গর্বে ফুলে উঠেছ। “‘ সাবাস ” বলে বাহবাও দিয়েছেন।
শনিবার আবেগে ভরা দিনে, ভারত তাদের ১১ বছরের আন্তর্জাতিক ট্রফির অপেক্ষার অবসান ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে। ৭ রানে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এমএস ধোনির অধীনে ২০০৭ সালে জয়ের পর এটি ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল। ভারত দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দেয়। শুরুর দিকে বিপক্ষ শিবির দক্ষিণ আফ্রিকা ভালো খেলে এবং রোহিতের টিমকে বেশ চাপে ফেলে। তবে সেই চাপ কাটিয়ে উঠে জয় ছিনিয়ে আনে টিম ইন্ডিয়া।