শুভম দে, কলকাতা: বহু প্রতীক্ষার পর এসেছিল একটা ২৯শে জুন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হাতে উঠেছিল টি- টোয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বজয়ের হাতছানি মেয়েদের (India Women Cricket Team) সামনে। হরমনপ্রীতরা কি পারবেন? দুবাইয়ে বিশ্বকাপ খেলতে উড়ে যাওয়ার আগে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন কৌর। সঙ্গে গেলেন মনোবিদ।
আরও পড়ুন: যোগ্য হয়েও বাদ বিশ্বজয়ী কোচ দ্রাবিড়ের ছেলে, এ কোন রাজনীতি বোর্ডের?
আগামী ৩রা অক্টোবর থেকে দুবাইয়ের মাটিতে বসতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর। প্রথমে যা হওয়ার কথা ছিল পদ্মাপারে। কিন্তু সে দেশের বর্তমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারনে আইসিসি প্রতিযোগিতার স্থান পরিবর্তন করে নিয়ে গেছে দুবাইয়ে। আর এদিন ভোরে সেই উদ্দেশ্যেই বিমান ধরল ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women Cricket Team) ১৫ জনের স্কোয়াড। এমনটায় ছবি পোস্ট করে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়। আর গতকাল বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও হেড কোচ অমল মুজুমদার।
গত জুলাই মাসে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্মৃতি, জেমিমা, রিচারা। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যান তাঁরা। সেখানেই দেখা গিয়েছিল ফিল্ডিংয়ে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে হরমনপ্রিতদের। এদিন সে কথায় শোনা গেল অমল মুজুমদারের গলায়। তিনি বলেন, “আমরা গত ১৫ দিন ধরে এনসিএ ক্যাম্পে ফিটনেস আর ফিল্ডিংয়ের দিকে নজর দিয়েছি। মেয়েরা খেলার জন্য একেবারে প্রস্তুত।“
একই কথা বললেন হরমনপ্রীতও। তিনি বলেন এশিয়া কাপ ফাইনালের হার থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা। কঠিন পরিস্থিতির থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় সেই বিষয়টি নিয়েও কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। তিনি আরও বলেন, “এই দলের অনেকেই একই সঙ্গে খেলছে অনেকদিন ধরেই। তাই প্রত্যেকেই জানে তাদের দায়িত্বটা। আমি বলতে পারি সবথেকে সেরা দল নিয়ে নামছি আমরা। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য আমাদের।“
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বিগত কয়েকবছর ধরেই আইসিসি টুর্নামেন্টের নকআউটে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women Cricket Team)। কিন্তু শেষ ধাপে এসে আটকা পড়ছে তাদের অভিযান। কিন্তু এবার সেই ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেইদিকেও নজর দেওয়া হচ্ছে। প্লেয়ারদের মানসিক দিকটির কথা খেয়াল রাখার জন্য বিশিষ্ট ক্রীড়া মনোবিদ মুগ্ধা বাভারে যাচ্ছেন টিমের সাথে। এর আগে ২০১১ সালে ভারতীয় পুরুষ ক্রিকেটদলের সাথে ছিলেন মনোবিদ প্যাডি আপটন। সেবার বিশ্বকাপ জেতে ভারত। এবার ভারতীয় প্রমীলা বাহিনীও শেষল্যাপের ডেডলক ব্রেক করতে পারেন কিনা উত্তর পাওয়া যাবে আগামী ২০ অক্টোবর রাতেই।