
বিশ্বদীপ ব্যানার্জি: টি-টোয়েন্টি সিরিজের পর এবারে একদিনের সিরিজেও বৃষ্টির হানা। বৃষ্টিতে ভেস্তে গেল হ্যামিল্টনে ভারত বনাম নিউজিল্যান্ড, দ্বিতীয় ওডিআই। ৩ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে কিউইরা। ফলে এটা নিশ্চিত হয়ে গেল যে সিরিজটি কোনওমতেই আর হারছে না উইলিয়ামসনের দল।
আরও পড়ুন: “ব্রাজিলিয়ানরাই চায় নেইমারের পা ভাঙুক”, দাবি রাফিনহার
যদি বুধবার ক্রাইস্টচার্চে শিখর ধাওয়ানরা জিততে পারেন, সেক্ষেত্রে বড়জোর সিরিজ ড্র রেখে ফিরতে পারবেন। অর্থাৎ আরও একবার নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিততে ব্যর্থ মেন ইন ব্লু। ইতিপূর্বে গত ২০২০ সালে তো ০-৩ হোয়াইটওয়াশ-ই হতে হয়। বৃষ্টির সৌজন্যে রবিবার অন্ততঃ সে লজ্জা থেকে মুক্তি পাওয়া গেল।
এদিনের মেঘলা আবহাওয়ায় টসে জিতে খুব স্বাভাবিকভাবেই অতিথিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু মাত্র ২৯ বল খেলার পরই হ্যামিল্টনে ঝেঁপে বৃষ্টি নামে। অতঃপর প্রায় ৪ ঘন্টা পর বৃষ্টি থামায় মাঠকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় যদিও খেলা শুরু হল, ম্যাচে ইনিংসপ্রতি ওভার সংখ্যা কমে দাঁড়ায় ২৯। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি বরুণদেব।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
১২.৫ ওভারে ভারতের স্কোর যখন ৮৯/১, ফের শুরু বর্ষণ। আর এবারে থামার কোনও লক্ষণই দেখা গেল না। ফলতঃ কোনওভাবেই আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন গিল এবং সূর্যকুমার যাদব যথাক্রমে ৪৫ এবং ৩৪ রানে অপরাজিত থেকে গিয়েছেন। নেতা ধাওয়ান যদিও ব্যর্থ (৩)।