সৌমাভ মণ্ডল : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয়বার টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আর সেই দেশের মহিলা দলই এই মুহূর্তে রয়েছে ভারতে। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সিরিজ খেলবে দুই দেশের প্রমিলাবাহিনী। তিন ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যে ভারত হোয়াইট ওয়াশ করেছে প্রোটিয়াদের। সোমবার একটি মাত্র টেস্টে জয় লাভ করে ভারতের মহিলা ক্রিকেট দল। এরপরেই রয়েছে টি-২০ সিরিজ। এই মুহূর্তে চর্চায় হরমনপ্রীত কৌর ও লরা ওলভার্ডদের লাল বলের দ্বৈরথ। সোমবার টেস্ট খেলা শেষ হয়ে গেল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। এদিন অনবদ্য বোলিং করে মেয়েদের টেস্ট ক্রিকেটে মাইলস্টোন তৈরি করলেন স্পিনার স্নেহ রানা (Sneh Rana)।
আরও পড়ুন : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কাপ নিয়ে ফিরতে পারবেন তো রোহিতরা?
চেন্নাইয়ের এই টেস্ট দেখেছে একাধিক রেকর্ড। শেফালি বর্মার দ্রুততম দ্বি-শতরান থেকে ভারতের প্রথম ইনিংসে ৬০৩ রান। কিন্তু এতো সবের মধ্যেও উজ্জ্বল স্নেহ রানা (Sneh Rana)। উত্তরাখণ্ডের বছর ৩০ এর বোলিং অলরাউন্ডার চেন্নাইয়ে চমকালেন। কেরিয়ারের চতুর্থ টেস্টেই নজির তার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে নিলেন আট উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ভারতের নীতু ডেভিডের পর স্নেহ তৃতীয় ক্রিকেটার হিসেবে মেয়েদের টেস্টে এই ইতিহাস লিখলেন। নীতুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে চেন্নাইয়ে এই মাইলস্টোন গড়লেন স্নেহ।
প্রথম ইনিংসে ভারত ৬ উইকেটে ৬০৩ রান করে ডিক্লেয়ার করে। জবাবে প্রোটিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৬ রানে। ভারত ফলোঅন করায়। দ্বিতীয় ইনিংসে লরা ওলভার্রা ৩৭৩ রানে থেমে যান। ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ৩৭। কোনো উইকেট না খুইয়ে চতুর্থ দিনে ৩য় সেশনেই প্রয়োজনীয় রান তুলে নেন মন্ধনারা।