ক্রিকেট-ই গ্রেফতার হওয়া থেকে বাঁচাল ৯২ বিশ্বকাপজয়ী ইমরান খানকে

0
81
On This Day Pakistan All rounder imran khan take 300 wickets in test

বিশ্বদীপ ব্যানার্জি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর থেকেও আগে তাঁর পরিচয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ১৯৯২ সালে বিশ্বকাপ-ও জিতিয়েছেন পাকিস্তানকে। এবারে সেই ইমরান খানকে ক্রিকেট-ই বাঁচাল গ্রেফতার হওয়া থেকে। জানা যাচ্ছে, পিটিআইয়ের কর্মী সমর্থকদের প্রবল চাপের মুখে পড়ে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনের সামনে থেকে পুলিশ এবং পাক রেঞ্জার্সের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার থেকে বেশি জরুরি ভারতের অংশগ্রহণ, দেশদ্রোহী শোয়েব আখতার

- Advertisement -

তবে এরপর ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগের ফাইনাল হয়ে গেলে ফের ইমরানকে গ্রেফতার অভিযান চালানো হবে। বুধবার (১৫ মার্চ) ইমরানের বাড়ির সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর জানিয়েছেন, “কাছাকাছি একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সে কারণেই ইমরান খানকে আটক করার জন্য আদালত নির্দেশিত অভিযান স্থগিত রাখা হচ্ছে আপাতত।”

অর্থাৎ ১৯৯২ সালে পাকিস্তানকে ক্রিকেটে বিশ্বকাপ দেওয়া সাময়িকভাবে হলেও রক্ষা করল ক্রিকেট-ই। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা পিএসএলকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে চাই না। সে কারণেই পিএসএলের নকআউট সূচির কথা মাথায় রেখে ইমরান খানের বাড়ির সামনে থেকে পুলিশ প্রত্যাহার নেওয়া হচ্ছে আপাতত।” ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। এরপর ২০১৬ সালে ফের তা শুরু হয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

স্বাভাবিকভাবেই ক্রিকেট নিয়ে একটু হলেও বেশি তৎপর প্রশাসন। আগামী রবিবার পিএসএলের ফাইনাল। আপাতত সেদিকেই মনোনিবেশ করতে চায় প্রশাসন। কারণ ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে পিটিআই কর্মী সমর্থকদের এক প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। তাদের সামলাতে হলে বিপুল সংখ্যক পুলিশ প্রয়োজন। কিন্তু পিএসএল চলাকালীন তা সম্ভব নয়। এদিকে ইমরান একটি ভিডিওতেও এই আটক অভিযানকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন, আদালত এবং সরকারের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।