স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২০২৫ সালের টুর্নামেন্টেও কোয়ালিফাই করেছে টাইগাররা। কিন্তু কোয়ালিফাই করা সত্ত্বেও কি তারা খেলতে পারবে? পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে, এই খবর শনিবার সামনে আসার পর এমন সম্ভাবনা কিন্তু মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি জল্পনা শুরু হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমেও।
আরও পড়ুনঃ শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও যেতে নারাজ, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না পাকিস্তানে?
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পড়শী দেশে যাবে না। এবারে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও একই সুরে গাইতে শুরু করায় মনে করা হচ্ছে প্রতিযোগিতাটি শেষপর্যন্ত পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কায় সরে যেতে পারে। আর ঠিক এই কারণেই আশঙ্কা দেখা দিচ্ছে বাংলাদেশকে নিয়েও।
আট দলের প্রতিযোগিতা। তাই আইসিসির নিয়মে, আয়োজক দেশ পাকিস্তান বাদে ২০২৩ বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট তালিকায় প্রথম সাতে থাকা দলগুলি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। যেহেতু পাকিস্তান এই তালিকায় ৫ নম্বরে ছিল তাই অষ্টম স্থানে শেষ করেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে। কিন্তু নেটাগরিকদের একাংশ মনে করছেন, প্রতিযোগিতা যদি শেষপর্যন্ত পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরে যায় তাহলে ছবিটা বদলে যেতেই পারে। সেক্ষেত্রে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের নিচে থেকেও আয়োজক হওয়ার সুবাদে আটদলীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারে দ্বীপরাষ্ট্রের দলটি। উল্টোদিকে কোয়ালিফাই করেও ছিটকে যেতে হতে পারে টাইগারদের।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
শ্রীলঙ্কা আইসিসির পূর্ণ সদস্য হওয়ার কারণেই এই আশঙ্কা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী আইসিসির পূর্ণ সদস্য নয়। এমনকি ২০২৩ বিশ্বকাপেও খেলেনি। ফলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলেও তাদের খেলার প্রশ্নই নেই। কিন্তু শ্রীলঙ্কা যেহেতু পূর্ণ সদস্য, তাই সেখানে খেলা হলে অ্যাঞ্জেলো ম্যাথুজদের বাদ দিয়ে আইসিসি আদৌ প্রতিযোগিতা আয়োজন করতে চাইবে কি না সে প্রশ্ন থেকেই যায়।
অবশ্য এর পাল্টা যুক্তিও রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে তা ঠিক হয়ে গিয়েছে আগেই। পাকিস্তান বাদে বাকি সবকটি দলই ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছে। ফলে বাংলাদেশই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেই। নেটিজনদের কেউ কেউও একই কথা বলছেন। শ্রীলঙ্কা বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকার দরুন আটদলীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই দেশের মাটিতে প্রতিযোগিতাটি আয়োজিত হলেও খেলা হবে না তাদের।