28 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home ক্রিকেট রোহিতরা রোজ বাঁচাবেন না, কানপুর থেকে শিক্ষা নিয়ে নিয়মে বদল আনুক আইসিসি

রোহিতরা রোজ বাঁচাবেন না, কানপুর থেকে শিক্ষা নিয়ে নিয়মে বদল আনুক আইসিসি

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) অন্তর্ভুক্ত বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে দ্বিতীয় এবং তৃতীয় দিন সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছিল। তার আগে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। তা সত্ত্বেও গ্রিন পার্কে পঞ্চম দিন দেড় সেশন বাকি থাকতেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে মাত্র সাড়ে তিন সেশনেই বাংলাদেশের ২০ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ্-অশ্বিন-জাদেজারা। সেইসঙ্গে রোহিত, জয়সওয়াল, কোহলি, রাহুলদের টি-টোয়েন্টি স্টাইলে ঝোড়ো ব্যাটিং।

- Advertisement -

আরও পড়ুন: AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

কিন্তু রোজ রোজ এমনটা হবে তো? নাহ, রোজ রোজ রোহিতরা মোটেই বাঁচাবেন না। তাই সময় থাকতেই সদ্যসমাপ্ত কানপুর টেস্ট থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। তাদের অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) সাইকেলের আওতাভুক্ত ম্যাচগুলির নিয়মে একটি বদল আনা জরুরি। কী সেই বদল?

- Advertisement -

আজকাল বেশিরভাগ টেস্ট ম্যাচই ৫ দিন গড়ায় না‌। ফলে আইসিসি দিন সংখ্যা কমিয়ে ভবিষ্যতে ৪ দিনের টেস্ট ম্যাচের চিন্তাভাবনা শুরু করেছে ইতিমধ্যেই। এমনকি ২০২৩ সালে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে একটি ৪ দিনের টেস্ট আয়োজিত পর্যন্ত হয়ে গিয়েছে লর্ডসে। তবে বৃষ্টির কথা মাথায় রাখলে টেস্ট চ্যাম্পিয়নশিপভুক্ত ম্যাচগুলিতে দিন সংখ্যা কমানোর নয়, বরং বাড়ানোর প্রয়োজন আছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) জন্য বাড়তি একদিন ‘রিজার্ভ ডে’ হিসেবে বরাদ্দ থাকে। বৃষ্টির কারণে সময় নষ্ট হলে রিজার্ভ ডে’তে গড়ায় ম্যাচ। রোহিতদের আগ্রাসী ক্রিকেটে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত জয় ছিনিয়ে আনলেও কানপুর টেস্ট দেখিয়ে দিয়েছে, শুধু ফাইনালে নয়, একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলভুক্ত সমস্ত ম্যাচেই এই রিজার্ভ ডে’র প্রয়োজন রয়েছে।

 

- Advertisement -

প্রকৃতির ওপর মানুষের হাত নেই। বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ার কারণে এমন অনেক টেস্ট ম্যাচই ড্র হয়েছে যেখানে কোনও একটি দল জয়ের একেবারে দোরগোড়ায় ছিল। কিন্তু প্রকৃতির খামখেয়ালীপনায় সেই জয় থেকে তারা বঞ্চিত হয়েছে। ঠিক যেমনটা কানপুরে ঘটার উপক্রম হয়েছিল ভারতীয় দলের সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে, যেখানে জিতলে ১২ পয়েন্ট আর ড্র হলে মাত্র ৪ পয়েন্ট, সেখানে এই ধরণের অবিচার কিন্তু একেবারেই অভিপ্রেত নয়। এভাবে পয়েন্ট নষ্ট হলে অচিরেই মুখ থুবড়ে পড়তে পারে যে কোনও দলের ফাইনাল খেলার স্বপ্ন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যদিও এখন সারা বছরজুড়ে এতটাই ঠাসা ক্রীড়াসূচি যে এর মাঝে প্রতিটি টেস্টেই ‘রিজার্ভ ডে’ রাখা মোটেই সহজ হবে না আইসিসির জন্য। সেক্ষেত্রে একটা নিয়ম করা যেতেই পারে। টেস্ট ম্যাচে একদিনে সাধারণত ৯০ ওভার হয়। তাই বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে যদি টেস্টের ৫ দিন মিলিয়ে মোট ৯০ বা তার বেশি ওভার নষ্ট হয় কেবলমাত্র তাহলেই রিজার্ভ ডে’তে গড়াবে খেলা। নয়ত ৫ দিনেই শেষ হবে টেস্ট ম্যাচ। তাতে যদি ফলাফল না আসে তো না আসুক।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...