স্পোর্টস ডেস্ক: প্রথম দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে ভারত। যদি এবারেও রোহিতরা ফাইনালে পৌঁছে যান তাহলে তাঁরা কোথায় এবং কবে নামবেন এবারে তা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে তা শুনে মুখ ভার হতেই পারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: পাকিস্তানের পর এবার হারবেন রোহিতরা, উত্তেজনায় টগবগ করছে বাংলাদেশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর থেকে ২০২১ এবং ২০২৩, দুবারই ফাইনাল আয়োজিত হয়েছে বিলেতের মাটিতে। যা নিয়ে একটু আপত্তি ছিল ভারতের। গৌতম গম্ভীর, রোহিত শর্মারা প্রশ্ন তুলেছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বারবার কেন ইংল্যান্ডেই হবে? কিন্তু সেই আপত্তি এবারেও পাত্তা দিল না আইসিসি।
২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডেই হচ্ছে। তবে মাঠ বদল হয়েছে। গত ফাইনালটি খেলা হয়েছিল লন্ডনের ওভালে। এবারে প্রথমবারের জন্য টেস্ট ফাইনাল আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী লর্ডসে। ভেন্যু ঘোষণা করার পাশাপাশি কবে থেকে ম্যাচ শুরু হবে তাও জানিয়ে দিয়েছে আইসিসি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
পাঁচদিনের টেস্ট ম্যাচ। শুরু হবে ১১ জুন। চলবে ১৫ জুন অবধি। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে ১৬ জুন দিনটিকে রিজার্ভ ডে রাখা হয়েছে। উল্লেখ্য, দুবার ফাইনাল খেললেও এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা অধরা ভারতের। বিশেষজ্ঞরা মনে করেন, ইংল্যান্ডের বদলে ফাইনাল যদি অন্য কোনও দেশে হয়, তাহলে ভারতের জন্য কাজটা অনেকটাই সোজা হয়ে যায়। জয় শাহ্ সদ্য আইসিসি চেয়ারম্যান হয়েছেন। তাই মনে করা হয়েছিল, হয়ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবারে ইংল্যান্ডে নাও হতে পারে।