স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হয়ে গেল ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করা অত্যন্ত জরুরী রোহিতদের জন্য। তবে টাইগাররা যেভাবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে তাতে তাদের হালকাভাবে নেওয়ার কোন জায়গাই নেই। সিরিজ জিততে ভারতকে নিশ্চিতভাবেই পরিশ্রম করতে হবে।
আরও পড়ুন: আর হয়ত কখনও টেস্ট খেলবেন না শ্রেয়স আইয়ার, ইঙ্গিত বিসিসিআইয়ের
এদিকে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে রাখলেন তিনি দলের একজনকেই যথেচ্ছ স্বাধীনতা দিতে চান। রোহিত শর্মা ভারত অধিনায়ক। অন্যদিকে বিরাট কোহলি আজও টিম ইন্ডিয়ার সবথেকে নির্ভরযোগ্য ব্যাট। গুরু গম্ভীর কিন্তু তাঁদের নাম করেননি। তিনি বেছে নিয়েছেন অন্য একজনকে। জানিয়েছেন, ব্যাটিংয়ে তাঁকে যথেচ্ছ স্বাধীনতা দেবেন।
৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। শেষবার বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট খেলেছিলেন তিনি। এরপর উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় ভারতীয় উইকেটরক্ষককে। অবশেষে ২২ গজে ফিরতে চলেছেন পন্থ। আর হেডস্যার গম্ভীর তাঁর নামই করেছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে গম্ভীর জানান, “ঋষভ যে কতখানি ভয়ঙ্কর ব্যাটার, তা আমরা সকলেই জানি। ও টেস্ট ক্রিকেটেও একই রকম আগ্রাসন নিয়ে খেলতে পারে। তাই ওকে আমরা নিজের মত করে খেলার স্বাধীনতা দিয়েছি।” এরই সঙ্গে যোগ করেন, “পন্থের মতো ক্রিকেটার দলে থাকার মস্ত সুবিধা রয়েছে। বিশ্বের সব জায়গাতেই ও রান করেছে। এবং প্রয়োজনে ও ওপেনও করতে পারে।” এদিকে চেন্নাইয়ে টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ। অর্থাৎ এতদিন বাদে টেস্ট ফরম্যাটে ফিরে আসা ঋষভ পন্থ কতটা স্বাধীনতার সঙ্গে ব্যাট করতে পারেন তা হয়ত বৃহস্পতিবারই দেখা যাবে।