স্পোর্টস ডেস্ক: মুম্বই বিমান বন্দর থেকে শ্রীলঙ্কা উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে দ্বীপরাষ্ট্রে। তার আগে কোচের দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথম দল নিয়ে উড়ে গেলেন গৌতম গম্ভীর। এই দলে ছিলেন নেতৃত্ব না পাওয়া হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya)। বিদেশ সফরের আগে তাঁকে কিন্তু রীতিমত খোশমেজাজেই দেখা গেল।
আরও পড়ুনঃ ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য রোহিত-বিরাটকে শর্ত দিলেন কোচ গম্ভীর
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক। পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কও তিনি। হার্দিককে দলে সামিল করতেই ৫ বারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিতের থেকে নেতৃত্ব কেড়ে নেয় মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এতকিছুর পরেও ভারতীয় দলে রোহিত শর্মার অবর্তমানে নেতৃত্ব পেলেন না কুমফু পাণ্ডিয়া (Hardik Pandya)।
https://x.com/ANI/status/1815273508529983929?t=j7y32O3L7Hr2_dsqWwMWRg&s=19
গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর টি-টোয়েন্টি দলে অধিনায়ক বেছে নেওয়া হয় সূর্য কুমার যাদবকে। খুব স্বাভাবিকভাবেই দলে বরোদার অলরাউন্ডারের ভূমিকা নিয়ে বাড়ছিল জল্পনা। তবে এদিন লঙ্কায় পাড়ি দেওয়ার আগে মুম্বই বিমান বন্দরে বেশ হাসিখুশিই দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
ভারতীয় দলে গম্ভীরের সহকারী কোচ নিযুক্ত হয়েছেন অভিষেক নায়ার। বিমান বন্দরে দেখা হতেই হার্দিক-নায়ার একে অপরকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এরপর দুজনকে বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলতেও দেখা গিয়েছে। ফলে হার্দিককে নেতৃত্ব না দেওয়ায় যে কালো মেঘ ঘনিয়ে এসেছিল টিম ইন্ডিয়ার আকাশে তা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।