স্পোর্টস ডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে রবিবার বাতিল হয়ে গিয়েছে যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বি। এর প্রতিবাদে রবিবার যুবভারতী স্টেডিয়ামের সামনে একজোট হয়ে “We want justice” স্লোগান তুলেছিলেন তিন প্রধানের সমর্থকরা। অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জশপ্রীত বুমরাহ্, মহম্মদ সিরাজ, ঋদ্ধিমান সাহারাও সরব হয়েছেন আরজি করের ঘটনায়। এবারে এই তালিকায় যুক্ত হল প্রাক্তন অফস্পিনার হরভজন সিং এবং বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদবের নাম।
আরও পড়ুন: বাইরে থেকেই মাঠ দখলের আন্দোলন, ডার্বি বাতিল হলেও সরব প্রতিবাদী কণ্ঠ
অতীতে একটি সাক্ষাৎকারে হরভজন জানিয়েছিলেন, তিনি সবুজ-মেরুন সমর্থক। মোহনবাগানের খেলা দেখতে ভাল লাগে তাঁর। সেই তিনি আরজি করের ঘটনায় রাগে ফুঁসছেন। পশ্চিমবঙ্গ সরকার, সিবিআই এবং সেইসঙ্গে দেশের মানুষের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন ভাজ্জি। এই চিঠিতে নির্যাতিতার হয়ে বিচারের দাবি তুলে লেখেন, আরজি কর কাণ্ডে তিনি যতটা মর্মাহত ততটাই ক্ষুব্ধ।
হরভজন লেখেন, “প্রচন্ড রাগ থেকে এই চিঠি লিখছি। আরজি করের ঘটনা আমাদের সমাজে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এটাকে কোনও নির্দিষ্ট একজনের সংকট ভাববেন না। আমাদের সমাজে যে কতটা নৃশংসতা লুকিয়ে রয়েছে, এটা তারই একটি প্রতিফলন।” যোগ করেন, “এই ঘটনায় প্রশাসনকে এক কঠোর পদক্ষেপ নিতে হবে।” অন্যদিকে সূর্য কুমার যাদব সামাজিক মাধ্যমে ছেলেদের শিক্ষিত করার ডাক দিয়েছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক প্রথমে লেখেন, “রক্ষা করুন আপনার মেয়েকে।” এরপর সেই লাইন কেটে দিয়ে লেখেন, “আপনার ছেলেকে শিক্ষিত করুন। আপনার বাবা, আপনার স্বামী এবং আপনার বন্ধুদেরও শিক্ষিত করুন।”