স্পোর্টস ডেস্ক: পরতে পরতে রহস্য। স্ত্রী সোমবার সকালে মাইক আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অবসাদে পড়ে আত্মহত্যা করেছেন গ্রাহাম থর্প (Graham Thorpe)। কিন্তু রাতেই সামনে এল নতুন তথ্য। যা রীতিমত চাঞ্চল্যকর। ইংল্যান্ডের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের। ফলে এ প্রশ্নও উঠছে যে তিনি কি নিজেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন নাকি কেউ ধাক্কা দিয়েছিল পিছন থেকে? সব মিলিয়ে গ্রাহাম থর্পের মৃত্যু কোনও মিস্ট্রি থ্রিলারের থেকে কম যাচ্ছে না।
আরও পড়ুন: চলে এল ১৩ অগাস্ট, ন্যায়বিচার পাবেন বিনেশ?
ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলা থর্প (Graham Thorpe) ভালবাসতেন চ্যালেঞ্জ নিতে। কেরিয়ারের শেষদিকে ইনজেকশন নিয়ে মাঠে নামতেন। কিন্তু স্ত্রী আমান্ডার দাবি, খেলা ছাড়ার পর থেকেই হতাশা এবং অবসাদ গ্রাস করতে শুরু করে থর্পকে। বলেন, “ওকে আমরা খুবই ভালবাসতাম। ওও আমাদের ভালবাসত। সুখী ছিলাম আমরা। কিন্তু গ্রাহামের মনে হত, ও না থাকলে বোধহয় আমরা আরও ভাল থাকতে পারব। সেই কারণেই নিজেকে শেষ করে দিল।”
এরপর সোমবার রাতেই জানা যায়, ট্রেনে কাটা পড়েছেন থর্প (Graham Thorpe)। একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ৪ অগাস্ট, রবিবার সকাল নাগাদ সারেতে নিজের বাড়ির কাছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে থর্পের। চিকিৎসকরা ময়না তদন্তের পর প্রাক্তন ক্রিকেটারের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ফলে খুব স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে হত্যা-তত্ত্ব। গ্রাহাম থর্প (Graham Thorpe) কি আত্মহত্যাই করেছেন? নাকি কেউ তাঁকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ট্রেনের সামনে? রহস্য আরও বেশি করে এই কারণেই, মাইক আথারটনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রেনে ধাক্কার কথা একবারের জন্যও উল্লেখ করেননি থর্পের স্ত্রী। পাশাপাশি তিনি এও বলেছেন, ২০২২ সালেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁর স্বামী। জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই এই মৃত্যুর তদন্ত শুরু করবে পুলিশ।