স্পোর্টস ডেস্ক: আবার শোকের ছায়া ক্রিকেট মহলে। প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প (Graham Thorpe)। মাত্র ৫৫ বছরেই জীবন দীপ নিভল এই প্রবাদ প্রতিম ক্রিকেটারের। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সোমবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
আরও পড়ুন: ১০০ মিটার ফাইনালে দুজনের একইসঙ্গে ফিনিশ, চূড়ান্ত নাটক শেষে কীভাবে জয়ী আমেরিকার নোয়া
১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে দেশের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প (Graham Thorpe)। তাঁকে নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটার মনে করা হত। যিনি ভালবাসতেন চ্যালেঞ্জ নিতে। কেরিয়ারের শেষদিকে ইনজেকশন নিয়ে নামতেন। তাই সচিন-লারাদের সমসাময়িক হয়েও অন্যতম সেরা ব্যাটার তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকেই শতরান করেছিলেন গ্রাহাম থর্প (Graham Thorpe)। সার্বিকভাবে ৪৪.৬৬ এর গড়ে করেছেন ৬,৭৪৪ রান। মোট ১৬টি শতরান রয়েছে তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে করেছেন দ্বিশতরানও। অন্যদিকে ৮২টি একদিনের ম্যাচ খেলে থর্প ২,৩৮০ রান করেছেন। এবং নিয়েছেন ২টি উইকেটও।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন থর্প। এমনকি ২০২২ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন। এরপর আফগানিস্তানের হেড কোচও হন। কিন্তু অসুস্থতার কারণে সেই দায়িত্ব পালন করতে পারেননি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে থর্পের মৃত্যুর খবর জানিয়ে লেখে, “গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, গ্রাহাম থর্প শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। থর্পের মৃত্যুতে আমরা কতখানি শোকাহত তা বর্ণনা করার ভাষা নেই।