শুভম দে: গম্ভীরের হটসিটে এবার বসতে চলেছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডি জে ব্র্যাভো (Dwayne Bravo)। নাহ্ টিম ইন্ডিয়াই নয়, কিং খানের কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের জায়গায় আসতে চলেছেন চ্যাম্পিয়ন ব্র্যাভো।
আরও পড়ুন: কানপুরেই ফেয়ারওয়েল শাকিবের! নিরাপত্তার পর এবার ভিলেন বৃষ্টি
কেকেআরের গম্ভীরযুগ এখন অতীত। নাইটদের ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন করে এখন মেন ইন ব্লুর হেডস্যার গুরু গম্ভীর। গৌতি চলে যাওয়ার পর থেকেই ফাঁকা ছিল কেকেআরের মেন্টর পদ। রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ইয়ন মরগ্যান, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের নাম শোনা যাচ্ছিল সেই জায়গায়। কিন্তু এদিন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর ঘোষণা করেন গম্ভীরের শূণ্যস্থানে তাঁরা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) আনছেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানালেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলি খেলতেন ব্র্যাভো। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল – CPL) খেলেই সবধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কুঁচকির চোটের কারণে পুরো মরশুম না খেলেই এদিন ইনস্টাগ্রামে অবসরের কথা জানান টি টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম এই অলরাউন্ডার। ইনস্টাগ্রামে তিনি লেখেন মন চাইলেও শরীর আর সঙ্গ না দেওয়ায় তিনি বাইশ গজ ছাড়তে চলেছেন।
আর এবার ক্রিকেট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কামব্যাক করলেন তিনি। ক্রিকেটার হিসেবে নয়, মেন্টর হিসেবে। তবে শুধু আইপিএলে (IPL) নয়, বিশ্বজুড়ে চলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নাইট রাইডার্সদের সবকটি দলের মেন্টর হিসেবেই তাঁকে দেখা যাবে বলে নাইট রাইডার্স গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে। তবে নাইটদের সাথে ব্র্যাভোর (Dwayne Bravo) সম্পর্ক আজকের নয়। আইপিএলে কেকেআরের বিপক্ষে খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেছেন ব্র্যাভো।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কোচিংয়ের দায়িত্বও নতুন নয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার বিশ্বকাপজয়ী তারকার কাছে। আইপিএলে তাঁর পুরনো দল চেন্নাই সুপার কিংসের হয়ে সামলেছেন বোলিং কোচের দায়িত্ব ও গত টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার খুব কমই আছে। সবমিলিয়ে মোট ৫৮২ টি কুড়ি ওভারের ম্যাচ খেলে ৬৯৭০ রান আর বল হাতে ৬৩১ টি উইকেটের মালিক তিনি। এখন দেখার গম্ভীরের চ্যাম্পিয়ন টিমকে আসছে বছরও আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন কিনা শ্রেয়স আইয়ারদের নতুন মেন্টর।