স্পোর্টস ডেস্ক: ২০১২ এবং ২০১৪ সালে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এরপর ২০২৪ সালে মেন্টর হিসেবে যোগদান করেন নাইট শিবিরে। আবারও শিরোপা জয়ী শাহরুখ খানের দল। গম্ভীর যেন কেকেআরের লাকি চার্ম। আবার উল্টোদিকে প্রাক্তন অধিনায়কের নিজেরও যে নাইট ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর তা দেখা গিয়েছে বারেবারে।
আরও পড়ুন: মুম্বইকে গুডবাই, রোহিত-সূর্যের পরবর্তী ঠিকানা কেকেআর নাকি দাদার দিল্লি?
এবার টিম ইন্ডিয়ার অন্দরমহলেও একই ছবি দেখা গেল। রাহুল দ্রাবিড়ের জায়গায় রোহিত-কোহলিদের নয়া হেড কোচ নিযুক্ত হওয়ার পর প্রথমবার দল নিয়ে বিদেশ সফরে গিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। শ্রীলঙ্কায় তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে গিয়েছে ভারতীয় দল। সেখানেই দেখা গেল কোচ গম্ভীরের কেকেআর প্রীতির এক নমুনা।
শ্রীলঙ্কার পাল্লাকেলেতে টিম ইন্ডিয়ার অনুশীলনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, টিম বাস থেকে নামা গম্ভীরের (Gautam Gambhir) কাঁধে যে ব্যাগ তাতে কলকাতা নাইট রাইডার্সের লোগো। এর আগে একই কাজ বিরাট কোহলিও করেছিলেন। জাতীয় দলে তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাগ ব্যবহার করতে দেখা গিয়েছিল। তবে গম্ভীরের ঘটনায় বাড়ছে জল্পনা।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
এমনিতেই তিনি ভারতীয় দলের কোচের পদে যোগ দেওয়ার পর সহকারী করে নিয়ে এসেছেন একাধিক কেকেআর প্রাক্তনীকে। পাশাপাশি একদিনের দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার এবং হর্ষিত রানা। এসব দেখে নেটিজেনদের আশঙ্কা, টিম ইন্ডিয়াকে হয়ত কেকেআর বানানোরই পরিকল্পনা করছেন গৌতি।