স্পোর্টস ডেস্ক: আরও একবার রক্তাক্ত ক্রিকেট। এবারে গুলি করে হত্যা করা হল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানাকে (Dhammika Niroshana)। যিনি দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ স্তরে টেস্ট এবং একদিনের ম্যাচ, দুইই খেলেছেন। এছাড়া শ্রীলঙ্কার অধিনায়কত্ব করতেও দেখা গিয়েছে তাঁকে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে ৪১ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে আম্বালানগোদায় নিজের বাড়িতেই ছিলেন নিরোশানা (Dhammika Niroshana)। সেই সময় তাঁর সঙ্গে ছিল স্ত্রী এবং দুই সন্তান। আচমকাই জনাকয়েক দুষ্কৃতী বাড়ির ভিতর ঢুকে পড়ে গুলি চালায় প্রাক্তন ক্রিকেটারের ওপর। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। যদিও কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পাশাপাশি এটাও জানা যায়নি যে কীসের জেরে এই হত্যা।
আরও পড়ুনঃ প্রসঙ্গ পাকিস্তানে না যাওয়া, টি-২০ বিশ্বকাপে আইসিসির লোকসান সুবিধা করে দিল ভারতের?
২০০০ সালে অভিষেক করা ধাম্মিকা নিরোশানাকে (Dhammika Niroshana) এক সময় অন্যতম প্রতিশ্রুতিমান অলরাউন্ডার মনে করা হত শ্রীলঙ্কা ক্রিকেটে। ১২টি প্রথম শ্রেণীর ম্যাচের পাশাপাশি খেলেছেন ৮টি লিস্ট এ ম্যাচ। ২০০২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কও ছিলেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থরঙ্গার মত তারকারাও তাঁর অধীনে খেলেছেন। কিন্তু সবাইকে অবাক করে মাত্র ২০ বছর বয়সেই খেলা ছেড়ে দেন নিরোশানা। যার কারণ আজও অজানা।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
খুব স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে সিরিজের আগে এই ঘটনায় বাড়ছে উদ্বেগও। আর মাত্র কয়েকদিন পরেই দ্বীপরাষ্ট্রে সফর করবে টিম ইন্ডিয়া। তার আগে এই হত্যাকাণ্ড যেন প্রশ্নের মুখে ফেলে দিল ও দেশের নিরাপত্তা ব্যবস্থাকে।