স্পোর্টস ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হককে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। ইনজির করা বল বিকৃতির অভিযোগের জবাব দিয়েছিলেন তিনি। এবারে সিনিয়র ক্রিকেটারকে অসম্মান করার অভিযোগে শামিকে তুলোধুনা করলেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কা যাওয়ার আগে খোশমেজাজে নেতৃত্ব না পাওয়া হার্দিক, আলিঙ্গন ব্যাটিং কোচকে
সম্প্রতি একটি পডকাস্টে এসে ইনজামামের বল বিকৃতির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শামি (Mohammed Shami) বলেন, “পাকিস্তানের প্রাক্তনীরা কখনওই আমাদের ভাল দেখতে পারেন না। ওদের বিরুদ্ধে যে ভাল খেলবে তাকেই আসলে নিশানা করা হয়।” এরই সঙ্গে ইনজামামকে কার্টুন বলে অভিহিত করে যোগ করেন, “বোলার রিভার্স সুইং করালে সেটা তার কৃতিত্ব। কিন্তু সেটা ওরা মেনে নিতে পারে না। এর আগে বলেছিল, আমাদের বলে নাকি চিপ বসানো থাকে।”
সব মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সমস্ত অভিযোগকে এক কথায় বোকার মত কথা বলে দাবি করেছেন শামি (Mohammed Shami)। ফলে খুব স্বাভাবিকভাবেই ওয়াঘার ওপার থেকেও উড়ে এল পাল্টা আক্রমণ। ইনজিকে আক্রমণ করায় ভারতীয় পেসারকেও কড়া ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তাঁর কথায়, এই আচরণের জন্য শামিকে কাঁদতে হবে। আর তাঁকে কাঁদাবে ক্রিকেটই।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, “ইনজামাম পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাই তাঁকে কার্টুন বললে মোটেই ভাল শোনায় না। শামির বোলিংয়ের প্রশংসা করি আমরা। কিন্তু ওর ভাষা সংযত হওয়া উচিত ছিল। শামির যদি মনে হয় ইনজিভাই ভুল করেছে তাহলে সেটা ভালভাবে বললেও পারত।” এরপরই শামিকে (Mohammed Shami) উদ্দেশ্যে করে বলেন, “ইনজি তোমার থেকে বয়সে বড়। তাই কিছু সম্মান দেখানো অবশ্যই উচিত ছিল। বড়দের সম্মান না দেখালে ক্রিকেট তোমাকে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই কাঁদাবে। তাই এমনটা কোরো না। আমার ব্যক্তিগত অনুরোধ রইল।”