বিশ্বদীপ ব্যানার্জি: গত ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই ইতি ঘটেছিল দ্রাবিড়ীয় সভ্যতার। আর এবারে গৌতম গম্ভীরের হাত ধরে নয়া যুগ শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। লক্ষ্যটা অবশ্য একই রয়ে গিয়েছে। তা হল, টিম ইন্ডিয়াকে আরও একাধিক আইসিসি ট্রফি জেতানো।
আরও পড়ুনঃ চ্যাপেল-যুগ ফিরবে না তো গুরু গম্ভীরের টিম ইন্ডিয়ায়?
রাহুল শরদ দ্রাবিড় পেরেছেন। তাঁর তত্ত্বাবধানেই ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এবারে ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা গম্ভীরের পালা। তিনি পারবেন কি? উল্লেখ্য আগামী বছরই দুটি আইসিসি ইভেন্টে খেলার কথা টিম ইন্ডিয়ার। প্রথমে ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর কোয়ালিফাই করতে পারলে জুন নাগাদ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কেকেআরকে এবারের আইপিএলে মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করার পর কোচ গম্ভীর কি পারবেন ভারতকে এ দুটোর মধ্যে অন্ততঃ একটা হলেও ট্রফি জেতাতে?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। যিনি এর আগে প্রচলিত বৈদিক মতের বাইরে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে একাধিকবার নির্ভুল গণনা করে তাক লাগিয়ে দিয়েছেন ক্রীড়া দুনিয়াকে। সেই লোবো বুধবার সকালে একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে খোলাখুলিই জানিয়েছেন, “গৌতম গম্ভীরের জমানায় ভারতকে খুব বেশি অপেক্ষা করতে হবে না আরও একটা আইসিসি ট্রফি জিততে। খুব শিগগিরই ভারত আবার বড় শিরোপা জিততে চলেছে।”
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
ইতিপূর্বে ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে লোবোর ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছিল। এরপর ২০২৩ বিশ্বকাপ শুরুর আগেও তিনি সদর্পে ঘোষণা করেছিলেন রোহিত শর্মার নেতৃত্বে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চলেছে ভারত। যদিও সে ভবিষ্যদ্বাণী না মেলায় সামাজিক মাধ্যমে বিস্তর বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছিল এই জ্যোতিষীকে। তবু পিছু হটেননি তিনি। নিজের গণনায় অটল থেকে বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার জন্মছক এতটাই শক্তিশালী যে তাঁরা একটা অন্তত বিশ্বকাপ না জিতে পারেন না।টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে এই ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফের প্রচারের আলোতে লোবো। যদিও খেলোয়াড় হিসেবে দুটো বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত কবে কোন আইসিসি ইভেন্টটি জিতবে তা স্পষ্ট করে জানাননি তিনি। শুধু জানাচ্ছেন এবার আর ১১ বছর অপেক্ষা করতে হবে না।