স্মিথকে পাঁচ থেকে ছয়বার আউট করেছি, অশ্বিন নয়, দাবি করলেন নকল অশ্বিন

0
27

বিশ্বদীপ ব্যানার্জি: অস্ট্রেলিয়া বরাবরই স্পিন খেলায় বমকে বাইশ। অজিদের মধ্যে স্টিভ স্মিথই যা একটু স্পিন খেলতে পারেন। কিন্তু সেই তিনিও বারবার আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। তবে এবারে অশ্বিন নন। নকল অশ্বিন দাবি করছেন, তিনি ৫-৬ বার আউট করেছেন স্মিথকে।

আরও পড়ুন: “দ্রুতই হারিয়ে যাবে এই সব বড় বড় টুর্নামেন্টগুলো”, বলছেন সৌরভ গাঙ্গুলী

- Advertisement -

কে এই নকল অশ্বিন? তিনি গুজরাটের তরুণ বোলার মহেশ পিথিয়া। তাঁর বোলিং অ্যাকশন অবিকল রবিচন্দ্রন অশ্বিনের মত হওয়ায় তাঁকে নকল অশ্বিন বলে ডাকা হয়। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্পিনারদের সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের নেটে ডেকে প্রস্তুতি চলছে। এঁদের মধ্যেই একজন হলেন, মহেশ পিথিয়া।

প্রথম শ্রেণীর ক্রিকেটে এ বছরই অভিষেক হয়েছে মহেশের। বরোদার হয়ে রনজি ট্রফিতে দেখা গিয়েছে তাঁকে। ৪ ম্যাচে ৮ উইকেট নেন। এছাড়া গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখা গিয়েছে তাঁকে। এবারে তিনি ফাঁস করে দিলেন, কোথায় কোথায় দুর্বলতা রয়েছে অস্ট্রেলিয়ার।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “প্রথম দিনেই স্টিভ স্মিথকে ৫ থেকে ৬ বার আউট করেছি আমি।” আইডল অশ্বিনের সঙ্গেও দেখা করেছেন পিথিয়া। সে প্রসঙ্গে বলেছেন, “ওঁর সঙ্গে দেখা করে ওঁকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছি। উনি আমাকে জড়িয়ে ধরে জানতে চেয়েছিলেন কী বল করেছি অস্ট্রেলিয়ানদের। এছাড়া বিরাট কোহলি-ও শুভেচ্ছা জানিয়েছেন আমাকে।”