
বিশ্বদীপ ব্যানার্জি: চলতি আইপিএলের নয়া নিয়ম। এবার থেকে নো বল এবং ওয়াইড নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ চাওয়া যাবে। আর প্রথম ম্যাচেই দেখা গেল এই রিভিউ। যার সৌজন্যে ইতিহাসে ঢুকে গেল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটানস।
আরও পড়ুন: ক্রিকেটের মহা ইন্দ্রের বিদায় যাত্রার শুভারম্ভ
গুজরাট টাইটানস-ই প্রথম দল যারা নো বল এবং ওয়াইড চেয়ে রিভিউয়ের আবেদন জানাল। আর দুটি ক্ষেত্রেই আবেদন নামঞ্জুর হয়েছে। গুজরাট ইনিংসের ১৪ তম ওভারে ঘটনার সূত্রপাত। বল করছিলেন চেন্নাই সুপার কিংসের রাজবর্ধন হাঙ্গারেকর। শেষ বলে শুভমন গিল চার মারলেও তাতে নো বলের জন্য আবেদন করেন তিনি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তবে রিপ্লে দেখে সেই আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা। এরপর এই একই বোলারের বলে ওয়াইডের আবেদন জানিয়েছিলেন বিজয় শঙ্কর। ঘটনাটি ঘটে ১৮ তম ওভারে। কিন্তু সেটিও খারিজ করে দেন তৃতীয় আম্পায়ার। এভাবেই ইতিহাসে ঢুকে গেলেন গিল-শঙ্কর।