খাস খবর ডেস্ক: ডেভিড ওয়ার্নারের প্রতি সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি যে আচরণ করেছে, তা নিয়ে আজও চর্চার অন্ত নেই। গত আইপিএলের মাঝপথেই সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওয়ার্নারকে। এরপর তো দল থেকেই বাদ পড়েন অজি ওপেনার।
আরও পড়ুন: IPL 2022: প্রতিযোগিতার আগেই এই দুই জায়গায় বাকিদের থেকে পিছিয়ে KKR
এতদিন সে প্রসঙ্গে সরাসরি কিছু না জানালেও এবারে মুখ খুললেন ওয়ার্নার। বিখ্যাত ক্রিকেট সাংবাদিক বোরিয়া মজুমদারের একটি শো-তে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, দল থেকে বাদ পড়ার আগে কোনও আগাম সতর্কতা জানানো হয়নি তাঁকে।
ওয়ার্নার বলেন, “যদি পারফর্ম করার পরেও আপনি দলের অধিনায়ককে বাদ দেন। তাহলে কী বার্তা যায় জুনিয়র ক্রিকেটারদের কাছে? আর এটাই আমাকে সবথেকে আঘাত দিয়েছে। জুনিয়ররা হয়ত এখন ভাবছে, এ ঘটনা তাদের সঙ্গেও ঘটতে পারে।” ওয়ার্নারকে না জানিয়েই দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তাঁর কথায়, “যাই ঘটে যাক্। আলোচনা খোলামেলা-ই হওয়া প্রয়োজন। আমি কামড়ে দেব না। আমি এখানে বসে আছি এবং যা বলা হবে তা-ই মেনে নেব। কারণ না মেনে নিলেও তোমরা আমাকে দলে নেবে না।”
আরও পড়ুন: নেই স্কালোনির নাম, বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে পেপের সঙ্গে লড়বেন এই দুজন
প্রসঙ্গক্রমে সমর্থকদের কথাও বলেন অজি ওপেনার। তাঁর মতে, এ ধরণের ঘটনা সবসময়ই দর্শকদের আঘাত দেয়। সেই প্রেক্ষিতে বলেন, “যে কোনও ফ্যাঞ্চাইজি’র ভিত্তি-ই হলেন সমর্থকেরা। ওরাই ব্র্যান্ডকে বড় করে তোলে।” আরও বলেন, “আমি দলে দীর্ঘদিন ছিলাম। কেন, ভুবনেশ্বরও রয়েছে। একটি ব্র্যান্ড তৈরী করেন আপনি, আর তা নিয়েই এগিয়ে যেতে হয়। সমর্থকেরা বিষয়টিতে খুবই আঘাত পেয়েছিল। যা আবার আমাকে আঘাত দিয়েছে।”