বিশ্বদীপ ব্যানার্জি: বিরাট কোহলি এবং বিতর্ক যেন সমার্থক হয়ে গিয়েছে। মাঠে নেমে দেশকে জেতান বা নাই জেতান, বিতর্ক কিং কোহলির পিছু ছাড়েই না। এবারে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আরও একবার বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জাতীয় দলের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র (Amit Mishra) দাবি করলেন, মানুষ হিসেবে অনেক বদলে গিয়েছেন বিরাট। পাশাপাশি তাঁর এও দাবি যে, ২০২৩ আইপিএলের সময় আফগান ক্রিকেটার নবীন উল হককে কেন্দ্র করে যে ঝামেলা হয়েছিল তা গৌতম গম্ভীর মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। কিন্তু বিরাটই তখন তা মিটতে দেননি।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতে দিব্যাঙ্গদের মত সেলিব্রেশন, বিতর্কে যুবরাজরা, ক্ষমাপ্রার্থনা ভাজ্জির
বিরাট কোহলি এবং অমিত মিশ্র (Amit Mishra) দুজনেই দিল্লিতে জন্মেছেন। পাশাপাশি ভারতীয় দলে কোহলির নেতৃত্বেও খেলতে দেখা গিয়েছে মিশ্রজিকে। সেই তিনিই ইউটিউবে একটি সাক্ষাৎকারে এহেন মন্তব্য করা খুব স্বাভাবিকভাবেই আশঙ্কা দেখা দিচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরমহল নিয়ে। কারণ গৌতম গম্ভীর-ই ভারতের নয়া হেড কোচ নির্বাচিত হয়েছেন আর বিরাটকে তাঁর অধীনেই খেলতে হবে। মিশ্র বলেন, “বিরাটকে আমি ক্রিকেটার হিসেবে সম্মান করি। কিন্তু আমাদের মধ্যে আগেকার মত সম্পর্ক আর নেই।” এই প্রসঙ্গে মিশ্র নাম করেন রোহিত শর্মারও।
প্রাক্তন ভারতীয় স্পিনারের কথায়, “রোহিত এবং বিরাট সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। রোহিতকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ও যেমন ছিল আজও একই রকম রয়ে গিয়েছে। এটাই ওর চরিত্রের সবথেকে উল্লেখযোগ্য দিক। তাহলে আপনারাই বলুন এমন একজন মানুষের সাথে কথা বলতে ভাল লাগবে, নাকি যে মানুষ সময়ের সঙ্গে বদলে যায় তার সঙ্গে?” যদিও এতকিছুর পরেও মিশ্রজির একথা বলতে বাধা নেই যে যতবারই দেখা হয়, কোহলি তাঁর প্রতি সম্মান দেখান।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
বলেন, “আমার দেখা চিকু আর আজকের বিরাট এর মধ্যে মিল নেই কোনও। যদিও দেখাসাক্ষাৎ হলে ও আমাকে সম্মান দেয়। তবু বলব, আমাদের মধ্যে আগের সম্পর্কটা আর নেই। আমাদের মধ্যে কোনও কথাই হয় না।” ব্যখ্যা দিয়েছেন, “মানুষ যখন যশ, খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করে তখন মনে করে অন্যেরা এসবের লোভেই তার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছে। কিন্তু আমি সেটা করতে পারিনি।” এরপরই মিশ্র (Amit Mishra) সরাসরি চলে যান ২০২৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে নবীন উল হককে কেন্দ্র করে কোহলি-গম্ভীর দ্বৈরথ প্রসঙ্গে।
সেই আইপিএলে লখনউ দলেই ছিলেন অমিত মিশ্র (Amit Mishra)। ফলে গোটা ঘটনাটি তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কথায়, “বিরাটের সঙ্গে নবীন উল হক এবং কাইল মেয়ার্সের কিছু সমস্যা হচ্ছিল। নবীন যখন ব্যাট করছিল তখন উল্টোদিকে আমি ছিলাম। বিরাট সেই সময় অনবরত কটূক্তি করে যাচ্ছিল। নবীন কিন্তু তারপরেও চুপ ছিল। আমি সেই সময় বিরাটকে বোঝাইও, তুমি কেন এত কথা বলছ? নবীন তো চুপ করে রয়েছে। বিরাট আমার এই কথা পাত্তাও দেয়নি। এরপর ম্যাচ শেষে ঝামেলা মেটানোর জন্য লখনউ সুপার জায়ান্টসের তৎকালীন মেন্টর গম্ভীর এগিয়ে এসেছিলেন। তিনি গিয়ে বিরাটকে জিজ্ঞাসা করেন, তার পরিবার কেমন আছে। গম্ভীর নিজের বড় হৃদয়ের পরিচয় দিয়েছিলেন। কিন্তু বিরাট-ই ঝামেলা মেটাতে চাননি। তার কিন্তু গম্ভীরের সঙ্গে হাত মিলিয়ে নেওয়া উচিত ছিল।” মিশ্রের এই মন্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে টিম ইন্ডিয়ার সাজঘর নিয়ে। যা এবার থেকে আবার একসঙ্গে ভাগাভাগি করে নেবেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। যদিও ২০২৩ আইপিএলের এই ঝামেলা এবারের আইপিএলেই মিটিয়ে নিয়েছেন দুজনে।