শুভম দে, কলকাতা: বছর দুই পর টেস্টে ফিরে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল “কামব্যাক হোক তো অ্যায়সা।“ আর এবার তারই প্রতিফলন দেখা গেল আইসিসির ক্রমতালিকায়। ৭৩১ পয়েন্ট পেয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করলেন তিনি।
আরও পড়ুন: মনোবিদের মন্ত্রে ট্রফির খরা কাটবে কি হরমনপ্রীতদের
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১৪৮ রান করেছেন ঋষভ (Rishabh Pant)। যার ফলেই এদিন আইসিসির তরফে ক্রমতালিকা প্রকাশ করা হলে দেখা যায় টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশজনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। ক্রমতালিকায় উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলেরও। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান (৫৬) করার সুবাদে ৭৫১ পয়েন্ট পেয়ে ক্রমতালিকায় একধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন তিনি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১১৯) করার ফলে পাঁচ ধাপ এগিয়ে ৭০১ পয়েন্ট পেয়ে ক্রমতালিকায় বর্তমানে ১৪ নম্বর স্থানে এগিয়ে এসেছেন শুভমন গিল।
কিন্তু ক্রমতালিকায় পন্থ, জয়সওয়াল, গিলের উন্নতি হলেও পিছিয়ে পড়েছেন কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। বিরাট আগে ৭ নম্বর স্থানে ছিলেন, সেখান থেকে পাঁচ ধাপ নেমে এখন তাঁর অবস্থান ১২ নম্বরে আর রোহিত শর্মাও পাঁচ ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন। দুজনের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৭০৯ ও ৭১৬। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে বিশ্রী পারফরম্যান্সের কারণেই এই অবনমন তা বলাই বাহুল্য।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
অন্যদিকে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম দুই স্থান ধরে রেখেছেন অশ্বিন ও বুমরাহ যথাক্রমে। এছাড়াও একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন জাদেজা ও একধাপ নেমে ষোলো নম্বরে রয়েছেন কুলদীপ যাদব।