শুভম দে: ফিরল ঋষভ পন্থের স্মৃতি। আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ভারতীয় ক্রিকেটার। অল্পের জন্য বাঁচলেন প্রাণে। ঘটনাটি আজমগড় থেকে লখনউ যাবার পথে। জানা যাচ্ছে ক্রিকেটারের সাথে তার বাবা ও আরও দুজন ছিলেন। সূত্র মারফৎ জানা গেছে তাঁরা যে গাড়িটিতে ছিলেন সেটি চার থেকে পাঁচবার পালটি খায়। কিন্তু কি কারণে এই দুর্ঘটনার সেই সম্পর্কে রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: রামরাজ্যে টিম ইন্ডিয়ার নিরাপত্তার দায়িত্বে বজরংবলী হনুমান
জানা যাচ্ছে ভারতীয় সিনিয়র দলের ব্যাটসম্যান সরফরাজ খানের ভাই মুম্বাইয়ের তরুণ ব্যাটসম্যান মুশির খান (Musheer Khan) তাঁর বাবা তথা কোচ নওশাদ খানের সঙ্গে ইরানি ট্রফির ম্যাচ খেলার জন্য লখনউ আসছিলেন। আগামী ১ তারিখ থেকে মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে খেলার কথা তাঁর। কিন্তু দুর্ঘটনার কারণে এখন তা অনিশ্চিত হয়ে পড়ল। শোনা জাচ্ছে ঘাড়ে চোট পেয়েছেন বছর উনিশের এই প্রতিভাবান ক্রিকেটার। যদিও তাঁর বাবার কোথায় লেগেছে সে সম্পর্কে এখনও অবধি বিশদে কিছু জানা যায়নি। তাঁরা দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মুম্বইয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।
বিগত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম মুশির। চলতি মরশুমেও ইন্ডিয়া বি’র হয়ে ইন্ডিয়া এ’র বিরুদ্ধে ১৮১ রান করে এসেছিলেন খবরে। এখনও অবধি ৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তিনটি শতরান ও একটি অর্ধ শতরান সহ ৫১.১৪ গড়ে করেছেন ৭১৬ রান। বছরের শুরুতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার ছিলেন তিনি। ৭ ম্যাচে ৬০ গড়ে ৩৬০ রান ছিল তাঁর ঝুলিতে। ভারতীয় এ দলের হয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাওয়ার দাবিদার ছিলেন তিনি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মুম্বই ক্রিকেট সংস্থার (MCA) পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলেও জানা যাচ্ছে মুশির খানের (Musheer Khan) বিকল্প খুঁজছেন নির্বাচকরা। মুশির খান কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা না গেলেও মনে করা হচ্ছে ৩ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে তাঁর সেরে উঠতে। সেক্ষেত্রে শুরুর দিকে রঞ্জি ট্রফির বেশ কিছু ম্যাচেও তাঁকে পাবেনা মুম্বাই। যা মুম্বইয়ের জন্য বড় ধাক্কা নিঃসন্দেহে।