খাস খবর ডেস্ক: বক্সিং ডে টেস্ট মানেই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। সেই বক্সিং ডে টেস্টেই এবারে দেখা যাবে না দর্শকদের। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে শুরু হতে হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই ম্যাচ নিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে Cricket South Africa।
আরও পড়ুন: গতি আর বাউন্সের জোয়ারেই কোহলিদের স্বাগত জানাবে প্রোটিয়ারা
ওমিক্রন সর্বপ্রথম শনাক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সে হেতুই এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যদিও জো’বার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টেও একই ব্যবস্থা থাকবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
আগামী ৩ জানুয়ারি থেকে ওয়ান্ডারার্সে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। আয়োজকরা অপেক্ষা করছেন, ততদিনে কোভিড বিধিতে কোনও পরিবর্তন আসে কিনা। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্সের অফিসিয়াল টুইটার পেজ থেকে বলা হয়, “দয়া করে মনে রাখবেন, জোহানেসবার্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট নিয়ে কিন্তু কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।”
আরও পড়ুন: জরিমানা, সেইসঙ্গে নির্বাসিত করা হল FC Goa র অরটিজকে, ছাড় পেলেন না ATKMB র ফিজিও-ও
বিশদে ব্যখ্যা করা হয়, “দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যথাসময়ে আমরা সিদ্ধান্ত ঘোষণা করে দেব।” প্রশ্ন থাকছে এখানেই। এ কেমন ব্যবস্থা? যদি ওমিক্রনই মূল মাথাব্যথা হয়, তাহলে দ্বিধা কীসের? দর্শক নিষিদ্ধ করা হলে সব মাঠেই করা উচিত নয় কি?