পন্থ কবে মাঠে নামতে পারবেন জানালেন চিকিৎসকরা, “আমি বিধ্বস্ত” বললেন শ্রেয়স

0
55

বিশ্বদীপ ব্যানার্জি: ঋষভ পন্থ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। কবে ক্রিকেটে ফিরতে পারবেন, তা অনিশ্চিত। এ অবস্থায় টিম ইন্ডিয়ার অন্যতম বড় ভরসার মুখ শ্রেয়স আইয়ার। কিন্তু সেই তিনিই এবারে জানালেন, তিনি রীতিমত বিধ্বস্ত।

আরও পড়ুন: Asia Cup 2023: ওয়াঘার ওপারেই মুখোমুখি হবে ভারত-পাক

- Advertisement -

কেন বিধ্বস্ত আইয়ার? গত শুক্রবার ভোরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ঋষভ পন্থ। এরপর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সতীর্থ এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শ্রেয়স আইয়ার জানাচ্ছেন, যখন তিনি প্রথম ভারতীয় উইকেটকিপারের দুর্ঘটনার কথা শোনেন, তিনি রীতিমত বিধ্বস্ত বোধ করেছিলেন। শুধু তাই নয়। দুর্ঘটনার যে সমস্ত ছবি সামনে এসেছিল, সেগুলি কার্যত বড়সড় ধাক্কা ছিল তাঁর জন্য।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন আইয়ার। টিম ইন্ডিয়ার ব্যাটার সেখানে বলেছেন, “আমি যখন বন্ধুদের কাছ থেকে জানতে পারি এই দুর্ঘটনার কথা, রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। বিশেষ করে যখন ওই ছবিগুলো দেখেছি।” যোগ করেন, “আমি খুশি যে পন্থ এখন নিরাপদ। আমি শুধু আশা করি ও দ্রুত সেরে উঠবে। যাতে শীঘ্রই আবার ওর সঙ্গে খেলতে পারি আমি।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে ঋষভ পন্থকে নিয়ে বড়সড় আপডেট দিলেন চিকিৎসকরা। এ মুহূর্তে পন্থ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি। জানা যাচ্ছে, রবীন্দ্র জাদেজা যেমন চোট পেয়েছিলেন, ঋষভের লিগামেন্টের চোটের ধরণ-ও অনেকটা তেমনই‌। চিকিৎসকদের দাবি, পুরোপুরি সুস্থ হতে ছয় মাস লাগবে তারকা ক্রিকেটারের। অক্টোবর-নভেম্বরে এই দেশে ৫০ ওভারের বিশ্বকাপ। এখন দেখার বিশ্বকাপে পন্থ খেলতে পারবেন কিনা।