স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ২-০ হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবারে লক্ষ্য ভারত। হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এই হুঁশিয়ারিই দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন, তাই অবসরের প্রশ্নই ওঠে না, সাফ দাবি রোহিতের
টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবার হারানোর টাইগাররা স্বাদ পেয়েছিল সদ্য সমাপ্ত সিরিজেই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে তারা হারায় স্বাগতিকদের। কিন্তু তা বলে কেউই এটা ভাবতে পারেনি যে প্রতিপক্ষকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করবেন শান্ত-শাকিবরা। এই অসম্ভবকে সম্ভব করতেই আত্মবিশ্বাসের একেবারে সপ্তম স্বর্গে উঠে গিয়েছে গোটা বাংলাদেশ দল।
ম্যাচে শেষে অধিনায়ক শান্ত বলেন, “পরের সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি রোহিতদেরও হারাব।” ব্যখ্যা দেন, “পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলে শাকিব এবং মুশফিকের মত অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। ভারতের মাটিতে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগবে। ভারতের বিরুদ্ধে এই খেলাটাই খেলতে চাই।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
একই কথা শোনা গিয়েছে নাজমুল আবেদীন ফাহিমের মুখেও। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। শান্তদের প্রশংসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি বলেন, “ভারতেও আমাদের নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ এরপরই আমরা ভারত সফরে যাচ্ছি। ওরাও আমাদের হালকাভাবে নেবে না।” উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ।