স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এরপর ঘটেছে পালাবদল। গঠিত হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার। তবু আগামী অক্টোবরে পদ্মাপারে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Wt20 World Cup) আয়োজন করা সম্ভব কি না এই বিষয়টি নিশ্চিত নয়।
আরও পড়ুন: বড় আপডেট! সাঙ্গাকারার ছেড়ে যাওয়া জায়গায় দ্রাবিড়?
কিন্তু বিসিবি মরিয়া বিশ্বকাপ আয়োজন করতে। তাই সেনার দ্বারস্থ হল তারা। কারণ অশান্ত দেশে বিশ্বকাপ আয়োজন করতে হলে সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া জরুরি। আইসিসির প্রধান প্রাধান্য সেটাই। তাই টুর্নামেন্ট আয়োজন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি করে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জ়ামানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এদিকে বাংলাদেশে এই মুহূর্তে যেরকম অগ্নিগর্ভ আবহ তাতে আইসিসি সেদেশে মহিলাদের বিশ্বকাপের মত প্রতিযোগিতা আয়োজন করতে তেমন একটা ভরসা পাচ্ছে না। ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা ঘনিষ্ঠ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই জটিল যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রতিযোগিতাটি বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার কথাই ভাবছে। যদিও আইসিসির ইচ্ছে বাংলাদেশের কাছাকাছি টাইম জোনে থাকা কোনও দেশেই প্রতিযোগিতা আয়োজন করা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সেক্ষেত্রে ভেসে উঠছে ভারত, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহীর নাম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও ভাবেই চায় না যে বিশ্বকাপ হাতছাড়া হোক। সে কারণেই নিরাপত্তা চেয়ে আর্জি জানানো হয়েছে সেনাবাহিনীর কাছে। আগামী ৩ অক্টোবর থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আইসিসি চাইছে না এই সূচিতে বদল ঘটাতে।