স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে চাপে পড়ে গিয়েছে ভারত। কলম্বোয় প্রথম একদিনের ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হারতে হয়েছে রোহিত শর্মাদের। এরই মধ্যে এবারে কোচ হিসেবে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিষ নেহরা (Ashish Nehra)। শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কেন খেলাচ্ছেন গম্ভীর? এই প্রশ্ন তুলে ভারতের হেড কোচকে তুলোধুনা করেছেন তিনি।
আরও পড়ুন: অভিষেকে শতরান, ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট, মাত্র ৫৫ বছরেই প্রয়াত গ্রাহাম থর্প
বার্বাডোজে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রো-কো জুটি। মনে করা হয়েছিল, হয়ত শ্রীলঙ্কা সফরের একদিনের সিরিজেও দেখা যাবে না দুজনকে। কিন্তু গম্ভীরের জোরাজুরিতেই এই সিরিজ খেলতে হচ্ছে তাঁদের। আর এতেই বিস্তর চটেছেন নেহেরা (Ashish Nehra)। তাঁর মতে, এই সিরিজে বিরাট-রোহিতের বদলে তরুণদের দেখে নেওয়া উচিত ছিল কোচ গম্ভীরের।
রবিবার ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে ভারতের হার নিয়ে কথা বলতে গিয়ে নেহেরা (Ashish Nehra) বলেন, “আমি জানি, গম্ভীর নতুন কোচ হয়েছেন। তাই তিনি দলের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে সময় কাটাতে চাইছেন। কিন্তু এরকমটা তো মোটেই নয় যে বিরাট এবং রোহিতকে চেনেন না গম্ভীর।” এরপরই যোগ করেছেন, “একজন বিদেশি কোচ অবশ্যই দুজনের সঙ্গে আলাদা করে বোঝাপড়া গড়ে তুলতে চাইবেন। কিন্তু গম্ভীর তো বিদেশি কোচ নন।”
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দুটি ম্যাচেই একই দল খেলিয়েছে টিম ইন্ডিয়া। ফলে স্কোয়াডে থাকলেও এখনও মাঠে নামা হয়নি ঋষভ পন্থ, রিয়ান পরাগ, খলিল আহমেদ, হর্ষিত রাণাদের। তাঁদের হয়েই ব্যাট ধরেছেন ভারতীয় দলে গম্ভীর সেইসঙ্গে রোহিত-কোহলিদেরও এক সময়ের সতীর্থ নেহেরা (Ashish Nehra)।