স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন বাদে ফের ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের আগে দলীপ ট্রফিতে খেলবেন রো-কো জুটি। এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে গুরুতর আহত, হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি
তুমি যত বড় হনুই হও না কেন, জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর এই বছর থেকে এমন নিয়মই চালু হয়েছে। তবে বোর্ডের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে দলীপ ট্রফিতে খেলার বিষয়ে ছাড় দেওয়া হবে রোহিত, বিরাট এবং বুমরাহ্কে। কিন্তু উক্ত রিপোর্টে বলা হয়েছে, বুমরাহ্ না খেললেও রো-কো জুটিকে দেখা যাবে দলীপ ট্রফিতে।
২০১২ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছেন কোহলি। রোহিতের ক্ষেত্রেও গল্পটা একই। জাতীয় দলে নিয়মিত মুখ হওয়ার পর থেকে খেলেন না ঘরোয়া ক্রিকেট। রিপোর্ট সত্যি হলে এক যুগ পর ডোমেস্টিকে ফিরতে চলেছেন দুই মহারথী। অন্যদিকে শুধু দলীপ ট্রফিতেই নয়। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও বুমরাহ্কে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের কথা মাথায় রেখেই নির্বাচকরা তাঁকে বাড়তি চাপ দিতে চাইছেন না। যেহেতু তিনি তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার প্রধান বোলার।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
চারদলীয় দলীপ ট্রফি শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২২ তারিখ অবধি। ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি এবং ইন্ডিয়া-ডি, এই চার দলকে দেখা যাবে প্রতিযোগিতায়। রো-কো ছাড়াও শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, সূর্য কুমার যাদব, কে এল রাহুলদেরও এই টুর্নামেন্ট খেলতে নির্দেশ দিয়েছে বোর্ড। তবে রোহিত-কোহলি কবে কোন ম্যাচে নামবেন তা পরিষ্কার করে জানানো হয়নি এখনও।