স্পোর্টস ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে। এই প্রতিবাদে শামিল ক্রিকেটাররাও। জশপ্রীত বুমরাহ্, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজরা ইতিমধ্যেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবারে আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
আরও পড়ুন: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স খেলতে যেতেই পারে ভারত, হঠাৎ জয় শাহের গলায় অন্য সুর
সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ভারতের হয়ে খেলা ঋদ্ধি (Wriddhiman Saha)। সেখানে লেখেন, একজন বাবা হিসেবে তাঁর প্রচণ্ড রাগ হচ্ছে। আরজি করের এই পাশবিক ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। উল্লেখ্য, ঋদ্ধির দুই ছেলেমেয়ে। মেয়ের নাম অনভি। ছেলে অনভয়।
ঋদ্ধি লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে। একজন বাবা হিসেবে যেমন কষ্ট হচ্ছে তেমনিই রাগ হচ্ছে। আমার শহর কলকাতায় যে জঘন্য ঘটনা ঘটেছে, শুধুমাত্র নিজের মনকে শান্ত করার জন্য তা নিয়ে লিখছি।” এরই সঙ্গে যোগ করেন, “নিজেদের মানুষ বলব কী করে যদি সন্তানদেরই সুরক্ষা না দিতে পারি?”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বাকি সকলের মত ঋদ্ধিও (Wriddhiman Saha) সুবিচারের দাবি জানিয়েছেন। লেখেন, “এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত যারা তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার কথা ভাবতেও না পারে।” আরও লেখেন, “এই ঘটনার পর গোটা সমাজের জেগে ওঠা উচিত। একজন বাবা হিসেবে এই লেখা লিখছি আমি। এমন পৃথিবী আমাদের গড়তে হবে যেখানে আমার সন্তানেরা নির্ভয়ে থাকতে পারবে।”