স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের হয়ে বেশিদিন খেলার সুযোগ পাননি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। গোয়াতে পাড়ি জমিয়েছেন তিনি। এবারে বল হাতে দুরন্ত পারফরম্যান্সে গোয়াকে বড় জয় এনে দিলেন অর্জুন। একাই নিয়েছেন ৯ টি উইকেট।
আরও পড়ুন: নয়া কীর্তি হাতছানি দিচ্ছে রোহিতকে, টপকে যেতে পারেন সেহবাগকে
সচিন তেন্ডুলকরকে বলা হয়, ক্রিকেটের ভগবান। তাঁর ছেলে অর্জুন। স্বভাবতই তাঁর ওপর প্রত্যাশার চাপটা বরাবরই বেশি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স কিনলেও এখনও পর্যন্ত অর্জুন তেন্ডুলকর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। মাত্র ৫ টি ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে কেরিয়ার শুরু করলেও গোয়ার হয়ে খেলেন তিনি।
এবারে কর্ণাটকের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন অর্জুন। তাঁর আগুনে বোলিংয়ের দাপটেই ইনিংস এবং ১৮৯ রানের বড় ছিনিয়ে নেয় গোয়া। ডঃ কে থিমপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট বা কেএসসিএ আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কর্ণাটক এবং গোয়া। দুই ইনিংস মিলিয়ে অর্জুন তেন্ডুলকর ২৬.৩ ওভারে ৮৭ রান দিয়ে ৯ উইকেট দখল করেছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন অর্জুন। যার সুবাদে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় কর্ণাটক। জবাবে গোয়া তোলে ৪১৩। এরপর দ্বিতীয় ইনিংসে কর্ণাটক শেষ ১২১ রানেই। অর্জুনের ঝুলিতে এবার ৪ উইকেট। ১৩.৩ ওভারে খরচ করেন ৪৬ রান। উল্লেখ্য, কর্ণাটক দলে ছিলেন নিকিন জোস এবং উইকেটরক্ষক শরৎ শ্রীনিবাসের মত সিনিয়রও।