স্পোর্টস ডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক এর আগেও একাধিকবার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। যা নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। সেসব বিতর্ক ব্যাখ্যা করে সোমবার ফের আরজি কর কাণ্ড নিয়ে সরব সৌরভ।
আরও পড়ুন: একটি শতরানেই সিদ্ধান্ত বদল, অবসরের ভাবনা ঝেড়ে ফেলেছিলেন কোহলি
আরজি কর কাণ্ডের দুদিন পর একটি অনুষ্ঠানে এসে মহারাজ এমন একটি মন্তব্য করেন, যা বিতর্কের জন্ম দিয়েছিল। পরে তিনি জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যখ্যা করা হচ্ছে। সোমবারও একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্যাতিতার জন্য দ্রুত সুবিচার চাইলেন সৌরভ। তিনি ভারতের সর্বোচ্চ আদালতকে অনুরোধ জানিয়েছেন যাতে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
সৌরভ বলেন, “আমি জানি না, সুপ্রিম কোর্টে কী শুনানি হয়েছে। তবে এই আন্দোলনে যাঁরা অরাজনৈতিকভাবে অংশ নিয়েছেন, আমিও তাঁদের মতই বিচার চাই।” যোগ করেন, “আদালতের যেকোনও প্রক্রিয়াতেই একটু সময় লাগে। তবে সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করছি, তাঁরা এই মামলার রায় যেন যত তাড়াতাড়ি সম্ভব দেন।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
গত ২১ অগাস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ছিলেন কন্যা সানা-ও। সৌরভ সেই মিছিলে না থাকলেও মিছিলের পর মোমবাতি জ্বালিয়েছিলেন সকলের সঙ্গে। এদিন ফের বলেন, “সমগ্র বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, রায় এমন হওয়া চাই। যাতে ভবিষ্যতে আর কেউ কখনও এই ধরণের অপরাধ করতে সাহস না করে।” এরই সঙ্গে জুড়ে দেন, “মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয়েছেন তা দেখে আমি অভিভূত।”