
বিশ্বদীপ ব্যানার্জি: নাগপুরে শুরু হয়ে গিয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। সত্যি বলতে এ যেন হওয়ার-ই ছিল। কারণ ২০০০-০১ সিরিজের পর থেকে এমনটাই হয়ে আসছে। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ভারত শেষবার ব্যাটিং দিয়ে সিরিজ শুরু করেছিল ২০০০-০১ এর সেই ঐতিহাসিক সিরিজে।
আরও পড়ুন: ২০২০ সালের রিপিট টেলিকাস্ট, সেমিফাইনালে নামলেই কি বাড়তি তাগিদ বোধ করেন অনুষ্টুপ
এরপর থেকে একবারও অজিদের বিরুদ্ধে এদেশে আয়োজিত সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট পায়নি টিম ইন্ডিয়া। ঐতিহাসিক সেই সিরিজের পর থেকে চলতি সিরিজ বাদ দিলে আরও মোট ৫ বার টেস্ট সিরিজ খেলতে এদেশে সফর করেছে ব্যাগি গ্রিন বাহিনী। যথাক্রমে ২০০৪, ২০০৮, ২০১০, ২০১৩ এবং ২০১৭ সালে। প্রতিবারই প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে তারা।
এমনকি ২০০১ সালে মুম্বইয়ের প্রথম টেস্টেও টসে জিতেছিলেন স্টিভ ওয়। তিনি ব্যাট করতে পাঠান স্বাগতিকদের। স্বভাবতই উঠে আসে প্রশ্ন। তাহলে কি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের টস সবসময় শোলের সেই বিখ্যাত কয়েন দিয়ে হয়? নয়ত এই শতাব্দীতে একবারও কেন দেশের মাটিতে প্রথম টেস্টে টস জিততে পারল না ভারত?
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
যদিও এর মানে এমনটা নয় যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ মানেই প্রথম টেস্টের টসে হার। দেশের মাটিতে জিততে না পারলেও গত দুই অস্ট্রেলিয়া সফরে (২০১৮-১৯ এবং ২০২০-২১) প্রথম টেস্টের টস জিতেছিলেন বিরাট কোহলি। দুবার-ই টসে জিতে প্রথমে ব্যাট নেন তিনি।