স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০০৭ বিশ্বকাপ চলাকালীন প্রয়াত হন প্রখ্যাত কোচ বব উলমার (Bob Woolmer)। পাকিস্তানের কোচ ছিলেন তিনি। গ্রুপ লিগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইনজামাম উল হকের নেতৃত্বাধীন দল। পরদিনই রহস্যজনকভাবে মৃত্যু হয় কোচ উলমারের। এই ঘটনার জেরে কতটা ভুগতে হয়েছিল গোটা পাকিস্তান দলকে ১৭ বছর পর সে কথাই ফাঁস করলেন প্রাক্তন ক্রিকেটার ইউনিস খান।
আরও পড়ুনঃ কেকেআরে নয়, নিজের পুরানো দলেই ফেরত আসতে পারেন কোচ দ্রাবিড়
বব উলমার (Bob Woolmer) ছিলেন আধুনিক ক্রিকেট কোচিংয়ের পথিকৃৎ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম কোচ যিনি ল্যাপটপের ব্যবহার শুরু করেন। এই কারণে তাঁকে ‘ল্যাপটপ কোচ’-ও আখ্যা দেওয়া হয়। ২০০৭ সালের ১৮ মার্চ বিশ্বকাপ চলাকালীন জামাইকায় হোটেলের ঘরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। সেই বিশ্বকাপে পাকিস্তান দলের অন্যতম সদস্য ইউনিস খান জানাচ্ছেন, এরপর গোটা পাক দলকে পুলিশি জেরার নামে এক চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয়েছিল। যা ছিল অত্যাচারের সামিল।
সম্প্রতি পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিস বলেন, “বব উলমার মারা যাওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের একটি অন্য দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল। টানা তিন দিন ধরে সকলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।” এরপরই যোগ করেন, “আমাদের জন্য এটা একরকম অত্যাচারই ছিল। কর্তৃপক্ষের এই দিকটা খেয়াল রাখা উচিত ছিল।”
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
কোচ উলমারের (Bob Woolmer) খুব ঘনিষ্ট ছিলেন ইউনিস। কিন্তু কোচের মৃত্যুর রাতে যে তাঁর সঙ্গে ছিলেন না সে কথাও তুলে ধরেছেন প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর কথায়, “আমরা দুজনে খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে বসে ক্রিকেট নিয়ে আলোচনা করতাম। কিন্তু সেই রাতে আমি ওর সঙ্গে ছিলাম না।” ব্যখ্যা দিয়েছেন, “আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হারের পর খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। নিজের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ ছিলাম। তাই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই। পরেরদিন খবর পাই উলমার মারা গিয়েছেন।”