নয়াদিল্লি: করোনা বিপদ গ্রাস করে রয়েছে গোটা দেশকে। কিছুতেই যেন স্বস্তি মিলছে না। আক্রান্তের সংখ্যা কমলেও দেশের পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস ভয় ধরাচ্ছে দেশবাসীর মনে। সেই সঙ্গে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। দুদিন আগে করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেই তুলনায় আজ, রবিবার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। তবুও স্বস্তি মিলছে না করোনার পরিসংখ্যানে।
আরও পড়ুনঃ NDRF Twitter Handle Hacked: হ্যাক করা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টুইটার অ্যাকাউন্ট
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবারের তুলনায় ৪ হাজার ১৭১ বেশি। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। সেটাই বেশি চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। আগের দিনের থেকে অনেকটা বেশি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জন।
আরও পড়ুনঃ পছন্দের ক্রিকেটার প্রসঙ্গে জবাব দিয়ে সকলকে চমকে দিলেন রশ্মিকা
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র খানিকটা স্বস্তির খবর শোনালেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। কেরল, কর্ণাটকে আক্রান্তের সংখ্যাটা রীতিমত ভয় ধরানোর মতো। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। যদিও পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬৫ লক্ষ ৬৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৫ লক্ষ ৬৫০ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬১ কোটি ৯২ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৫ হাজার ৫৩৩ জনের। এর মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ ৭৯ লক্ষেরও বেশি দেওয়া হয়েছে।