মুম্বই: দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে বেশি ভয়ংকর। সাধারণ মানুষের মতন বি-টাউনেও একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। তারই মধ্যে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে। অনেকেই নিতে শুরু করেছেন এই টিকা। যদিও টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার খবরও দেখা যাচ্ছে।
সম্প্রতি এই তালিকায় নাম লেখালেন অভিনেতা সোনু সুদ। তিনি শুধু টিকা নিয়েই থেমে থাকেননি। শুরু করেছেন এক অভিনব প্রয়াস। সবসময়ই তাঁকে দেখা যায় মানুষের জন্য কাজ করতে। বরাবর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। দিন দিন গরিবের ‘মসিহা’ হয়ে উঠছেন তিনি। এবার দেশজুড়ে করোনা টিকাকরণের সচেতনতা বাড়াতে তিনি শুরু করলেন নতুন উদ্যোগ। নাম ‘সঞ্জীবনী: এ শট অফ লাইফ’।
সদ্যই পাঞ্জাবের অমৃতসরে করোনার টিকা নেন অভিনেতা। সেই সঙ্গে গ্রহণ করেন এই উদ্যোগ। এই বিষয়ে সোনু সুদ বলেন, ”দেশের অনেক মানুষ এখনও চিন্তায় রয়েছেন করোনার ভ্যাকসিন নেবেন কি না। পরিবারের বড়দের ভ্যাকসিন নেবার জন্য এবং যাঁরা ভ্যাকসিন নেবার যোগ্য তাঁদের উৎসাহ দেওয়ার জন্য এই সঞ্জীবনী: এ শট অফ লাইফ কাজ করবে।”
অভিনেতা এও জানান, দেশের বিভিন্ন জেলায় এবং পাঞ্জাবের বিভিন্ন গ্রামে এই উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “এখনও এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম। আবারও মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই উদ্যোগ মানুষদের উৎসাহ দেবে। আমি সেই কারণেই প্রকাশ্যে ভ্যাকসিন নিলাম, যাতে মানুষ ভ্যাকসিন নিতে দুই বার না ভাবেন। এই কারণেই আমাদের এই প্রয়াস যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে।”
উল্লেখ, ইতিমধ্যে বলিউডে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, অনুপম খের, সইফ আলি খান, মালাইকা অরোরা এবং আরও অনেকে। আবার জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল ভ্যাকসিন নেওয়ার পর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে।