গুয়াহাটি: কোভিড ১৯-এর সংক্রমণকে রোধ করতে সব রাজ্যজুড়েই জারি করা হচ্ছে নির্দেশিকা। লকডাউনের পথে হাঁটছে সমস্ত দেশ। পশ্চিমবঙ্গেও রবিবার জারি করা হয়েছে লকডাউনের নির্দেশ। এবার অসমেও রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্তের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করলেন। তিনি সাংবাদিকদের জানান, রাজ্যে ২৪ মার্চ সন্ধ্যে ৬টা থেকে ৩১ মার্চ অবধি নোভেল করোনা ভাইরাসের জন্য জারি করা হচ্ছে লকডাউনের নির্দেশ।
বরপেটার ফাখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজে তিনি একটি মিটিং করে তবেই এই সিদ্ধান্তে পৌঁছান। ডাক্তার এবং প্রফেসরদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি করোনা প্রসঙ্গে আলোচনা করেন। এই মিটিং-এ আরও উচ্চপদস্থ কর্মীরাও উপস্থিত ছিলেন।
রবিবার হিমন্ত বিশ্ব শর্মা আরও একটি মিটিং করে করোনা মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো সাজিয়ে নেন। তিনি এদিন বিভিন্ন কোম্পানির সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করেন যাতে পরিকাঠামোকে উন্নত করা যায় এবং পাশাপাশি সরবরাহ বৃদ্ধি করা সম্ভব হয়। ভবিষ্যতে পরিস্থিতি খারাপের দিকে গেলে যাতে পর্যাপ্ত ওষুধ এবং জরুরি মেডিক্যালের সংক্রান্ত পণ্য পাওয়া যায় সে বিষয়েই তিনি নজর দেন।