খাসখবর ডেস্ক: মহামারী কাটিয়ে নতুন করে স্বাভাবিক হচ্ছে গোটা বিশ্ব। তবে মহামারীতে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য একের পর এক নিয়োগের তালিকা প্রকাশ হচ্ছে। এবার বাংলার সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এল বিরাট সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বন্ধন ব্যাঙ্ক।
রাজ্যেজুড়ে ইতিমধ্যেই নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে। একাধিক পদে নিয়োগ করা হচ্ছে কর্মী। কোন কোন পদে নিয়োগ করা হবে? বয়স কত হবে? পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতনসহ রইল আবেদন পদ্ধতি। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন-Weather Update: আর কদিন ঠাণ্ডা, আদৌ কি বাংলায় পড়বে জাঁকিয়ে শীত, কি বলছে আবহাওয়া দফতর
বন্ধন ব্যাঙ্কে চাকরির জন্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ একাধিক বিভিন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন আপনি। এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। আবেদন প্রার্থীদের প্রতি মাসে বেতন ১৫-২০ হাজার টাকা। পাশাপাশি প্রতিমাসে টার্গেট পূর্ণ করতে পারলে রয়েছে ইনসেন্টিভ। আবেদনকারীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.bandhanbank.com। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকতে হবে। এছাড়াও নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ , শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, আধার কার্ড, ভোটার কার্ড সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তৈরি করে আবেদনপত্রের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে যেকোনও সময় অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিস্তারিত জানতে হলে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন প্রার্থীরা।