খাস খবর ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে বড় ঘোষণা করল দক্ষিণবঙ্গের এক পুরসভা। একই সঙ্গে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক কর্মী। গ্রুপ- ডি শ্রেণিতে মোট ১৩৫ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়ে দরখাস্ত আবেদন করা হয়েছে ওই পুরসভার পক্ষ থেকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ। মাসিক বেতন ১৭ হাজার ৬০০ টাকা থেকে ৪৫ হাজার ২০০ টাকা।
আরও পড়ুন- সহায়ক মূল্য নিশ্চিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, কৃষকদের বার্তা হরিয়ানার মুখ্যমন্ত্রীর
রাজ্যে কর্মসংস্থান নিয়ে নানাবিধ বিতর্কের মাঝেই এই নয়োগ সংক্রআন্ত ঘোষণা থেকে আশার আলো দেখা গিয়েছে। সুইপার, ইলেক্ট্রিশিয়ান হেল্পার, পিও। ক্লিনার, গ্যাংম্যান হেল্পার, প্লাম্বার, পাইপ লাইন হেল্পার সহ নানাবিধ পদে ৭৮ জনকে নিয়োগ করা হবে। সেই সঙ্গে কেবলমাত্র মজদূর পদে নিয়গ করা হবে ৫৭ জনকে। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে ওই পুরসভার পক্ষ থেকে।
সব পদের ক্ষেত্রেই আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। প্রতিটি পদের ক্ষেত্রেই ৭০ শতাংশ সাধারণের নিয়োগের জন্য। বাকি ৩০ শতাংশ আসন তফশিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে অবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য এই নিয়োগ সংক্রান্ত কোনও সংরক্ষণ বিজ্ঞপ্তিতে কোনও সংরক্ষণের কথা বলা হয়নি।
আরও পড়ুন- কলকাতার নতুন ধারার করোনা রোগীর সংস্পর্শে আসা শতাধিক মানুষ আইসোলেশনে
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিও এবং শারীরিক সক্ষমতার ভিত্তিতেই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন।
পশ্চিম বর্ধমান জেলার ওই পুরসভা সূত্রে জানা গিয়েছে যে শীঘ্রই নিয়োগের কাজ সম্পন্ন করা হবে। আবেদনকারীদের বয়সের সীমা, আবেদনের শেষ তারিখ এবং অন্যান্য তথ্য জানার জন্য দুর্গাপুর পুরসভার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।