ব্যারাকপুর ও কলকাতা: ভবানীপুর উপ নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দলীয় প্রার্থীর মরদেহ রেখে আন্দোলন করতে দেখা গিয়েছিল তাঁকে৷ ব্যারাকপুরের সেই দলবদলু বিজেপি সাংসদ অর্জুন সিং ফের তৃণমূলে ফেরার চেষ্টা শুরু করেছেন৷ বুধবার এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের দাপুটে নেতা, পাণিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ৷
আরও পড়ুন: Attempts to rape : রাতের কলকাতায় ফের মহিলাকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য
বুধবার তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হয়৷ ওই অনুষ্ঠানে হাজির ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক শীর্ষ তৃণমূল নেতা৷ সেখানেই নির্মল ঘোষ প্রথমে রহস্য জিইয়ে রেখে বলেন, “তৃণমূলে আসার জন্য ভাটপাড়া লাইন দিচ্ছে, পবন সিং একা নয়, ওদের বড়টাই লাইন দিচ্ছে তৃণমূলে আসার জন্য!’’
আরও পড়ুন: Nandigram: ‘চোর চোর চোরটা অভিষেকের পিসিটা’, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
স্বভাবতই, অনুষ্ঠানস্থলে জোর জল্পনা শুরু হয়ে যায়৷ কারণ, আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় দল বদলানোর পর থেকেই জল্পনার তালিকায় রয়েছেন সব্যসাচী দত্ত থেকে অর্জুন সিংয়েরা৷ স্বভাবতই, নির্মলবাবুর এহেন বিস্ফোরক দাবিকে ঘিরে জল্পনার পারদ আরও চড়তে শুরু করেছে৷ ‘এই বড়টা কে’ সেটাও স্পষ্ট করেছেন নির্মলবাবু, ‘‘অর্জুন সিং তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন৷ ২০২১ এর আগেই সব দেখতে পাবেন।”
একই সঙ্গে অর্জুন সিংকে ‘বাহুবলী’ আখ্যা দিয়ে নির্মলবাবু বলেন, ‘‘২০২১এর মধ্যে আমরা বুঝিয়ে দেব ব্যারাকপুর বাহুবলীর কোন স্থান নেই। আমরা আগামী কয়েকমাসের মধ্যে ব্যারাকপুরের ৭ টা বিধানসভাতেই আমরা বাহুবলির অস্তিত্ব মিটিয়ে দেব৷ ব্যারাকপুরে বাহুবলীর কোন স্থান নেই।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্মলবাবুর বক্তব্যেই উঠে এসেছে পরম্পর বিরোধিতার প্রসঙ্গ৷ যার জেরে তাঁর দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও৷ যদিও জল্পনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন, সেই অর্জুন সিংয়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷