আদালত থেকে জেলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মানিক

0
133
Manik Bhattacharya was injured

খাস ডেস্ক: দুর্ঘটনার কবলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya was injured)। জানা গিয়েছে, এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। একটুর জন্য প্রাণে রক্ষা পান মানিক। বর্তমানে জেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় মানিক ভট্টাচার্যকে(Manik Bhattacharya)। আদালতে ঢোকার আগে থেকেই মেজাজ খুব একটা ভাল ছিল না মানিকের। এর মধ্যেই এদিন এজলাসে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব হলেন মানিক। লন্ডনে ফ্ল্যাট রয়েছে মানিকের। এহেন দাবিকে উড়িয়ে দিয়ে পাল্টা উত্তর দিলেন মানিক ভট্টাচার্য। এমনকি সামাজিকভাবে তাঁর সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন-ফের জেল হেফাজত পার্থ-অর্পিতার, মানিকের মামলায় শুনানির দিন ঘোষণা

সূত্রের খবর, এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে (Manik Bhattacharya was injured)। প্রেসিডেন্সি জেলে যাওয়ার সময় একটি বাস আচমকা মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে। সেটা দেখে ব্রেক মারে মানিকের প্রিজন ভ্যান। সেই সময় গাড়ির পিছনের সিটে বসে ছিলেন মানিক। আর গাড়ির ভিতরেই ছিটকে সামনের দিকে পড়েন তিনি। মুখে, বুকে, হাতে চোট লেগেছে মানিক ভট্টাচার্যের। আপাতত জেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor