Khas 10: আজ সকালের খাস দশ 9/03/2022

0
37

শহর থেকে রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতি থেকে মাঠে ময়দানে কিংবা বিনোদন জগত, কোথায় কী ঘটছে? চোখ রাখুন আমাদের খাস ১০ -এ (Khas 10)। খাস খবরের সেরা দশ খবর।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ

1. আনিস কাণ্ডে আজ ফের উত্তাল হতে পারে কলকাতা, কলেজ স্ট্রীট থেকে মহামিছিলের ডাক বাম ছাত্রযুবদের

2.দলবদলের খেলায় এরপরে কে, জল্পনায় উঠে আসছে লকেট চট্টোপাধ্যায়ের নামও।

3. মেঝেতে অসংখ্য রক্তের দাগ, শৌচালয়ে মাথা থেঁতলানো মৃতদেহ, হরিদেবপুরের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে পুলিশ।

4. মাধ্যমিকের প্রথমদিনই পরীক্ষার ঘরে ঢোকার আগে মর্মান্তিক মৃত্যু নিউটাউনের যাত্রাগাছি প্রণবানন্দ হাই স্কুলের শিক্ষক সুকুমার মণ্ডলের

5. বিজেপির জয়ের ইঙ্গিত মেলায় এবার বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন তুললেন অখিলেশ যাদব।

6. জয়ী বিধায়কদের ধরে রাখতে ফলঘোষণার আগেই শীর্ষ নেতাদের বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে কংগ্রেস হাইকমান্ড।

7. ন্যাটোর সদস্যপদ পেতে আর আগ্রহী নয় ইউক্রেন, স্পষ্ট জানালেন প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি।

8. রাশিয়ার গ্যাসের নির্ভরতা কমাতে নয়া পদক্ষেপ, মস্কোকে জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

9. মেঘলা আকাশা কাটিয়ে আজ থেকেই পরিবর্তন আসবে আবহাওয়াতে। চড়বে পারদ।

10. ইউক্রেন – রাশিয়ার ক্লাবের বিদেশি ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ অফার ফিফার, তাঁরা চাইলে চুক্তি বাতিল করে নিজেদেরে দেশে ফিরতে পারেন।

আরও পড়ুন :চন্দ্রযান ২ এর মাধ্যমে আবিস্কার নয়া তথ্য

চোখ রাখুন আমাদের খাস ১০ -এ (Khas 10) দিনের সেরা খবরের আপডেট পেতে।