Khas 10: আজ সকালের খাস দশ 11/03/2022

0
61

শহর থেকে রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতি থেকে মাঠে ময়দানে কিংবা বিনোদন জগত, কোথায় কী ঘটছে? চোখ রাখুন আমাদের খাস ১০ -এ (Khas 10)। খাস খবরের সেরা দশ খবর।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ

1. আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দুপুর ২টোয় শুরু বক্তৃতা।

2. খড়গপুর শহরে রাতে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে, রাস্তায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন কাউন্সিলর।

3. দীর্ঘ চার মাস ধরে বেতন পাননি, ভাটপাড়া পৌরসভায় আরবান শ্রমিক ও ক্যাজুয়াল শ্রমিকদের বিক্ষোভ।

4. “হঠাৎ সক্রিয়, এতদিন কোথায় ছিলেন” লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ জয়প্রকাশের।

5. পশ্চিম মেদিনীপুরে ব্যাগে ভর্তি টাকা নিয়ে যাওয়ার পথে ব্যাঙ্ক কর্মীর উপর হামলা দুষ্কৃতীদের। চলল গুলি ও ছুরি দিয়ে কোপ।

6. উত্তরপ্রদেশের ফলাফলে আত্মবিশ্বাসী মোদী, ২০২৪ লোকসভা নির্বাচনে আসছে বিজেপিই।

7. দিদির মৃতদেহ আগলে ঘরে বসে থাকার অভিযোগ উঠল বোনের বিরুদ্ধে, পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা।

8. যুদ্ধবিরতি এখনও নয়। তুরস্কে রাশিয়া-ইউক্রেনের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক থেকে উঠে এল না কোনও সমাধান সূত্র।

9. আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে।

10. আবারও করোনা টিকার জন্য সরে দাঁড়ালেন জোকার, খেলবেন না ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন টুর্নামেন্টে।

আরও পড়ুন : Drinking Water: কল আছে কিন্তু জল নেই, পয়সার বিনিময়ে মিলছে পানীয় জল

চোখ রাখুন আমাদের খাস ১০ -এ (Khas 10) দিনের সেরা খবরের আপডেট পেতে।