মিলল সবুজ সঙ্কেত, আগামী সপ্তাহের শুরুতেই চালু হতে পারে শিয়ালদহ মেট্রো

0
55

কলকাতা: অবশেষে মিলল সুবজ সঙ্কেত৷ দীর্ঘ অপেক্ষার ঘটল অবসান৷ অফিস সহ নিত্য যাত্রীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ৷ সমস্ত জট কাটিয়ে চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো৷ স্বভাবতই এই খবরে স্বস্তি মিলল সল্টলেকগামী অফিসযাত্রীদের৷

সূত্রের খবর, আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ১১ জুলাই যাত্রী পরিষেবা চালু হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন অথবা রেল মন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ একেবারে শীর্ষ স্তর থেকে পরিষেবা চালুর নির্দেশ পাওয়া গিয়েছে৷

- Advertisement -

মেট্রো রেল সূত্রে খবর, আগেই যাত্রী পরিষেবা চালু করার অনুমতি পেয়েছিল৷ কিন্তু তখন কাজ সম্পূর্ণ না হওয়ায় চালু হয়নি শিয়ালদহ মেট্রো রেল পরিষেবা৷ এরপর ফের ২৩ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মিলেছিল৷ অনুমতি পাওয়ার পর তিন মাসের মধ্যে চালু করতে হয় যাত্রী পরিষেবা৷

তাই সেই মতো আগামী সোমবার মেট্রো পরিষেবা চালুর কথা জানা গিয়েছে৷ এরই মধ্যে কমিশনার অফ রেলওয়ে সেফটি এসে পরিদর্শন করে গিয়েছেন স্টেশন৷ বেশ কয়েকটি বিষয় পরিবর্তনের কথা তিনি বলেছিলেন৷ সেই মতো সব বদল করে এবার চালুর পথে শিয়ালদহ মেট্রো স্টেশন৷

তবে কে কে করবেন উদ্বোধন সেই নিয়ে এখনও ধোঁয়াশা৷ কারণ এই মেট্রো স্টেশন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখা হয়েছিল৷ কিন্তু সূত্রের খবর, নতুন করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারে বলে খবর পাওয়া গিয়েছে৷ তবে সবটাই এখন সোমবারের অপেক্ষা৷ আদেও সোমবার চালু হবে কি না সবটাই এখন সময়ের অপেক্ষা৷