Binod Dua: করোনা পরবর্তী অসুস্থতায় প্রয়াত সাংবাদিক বিনোদ দুয়া

0
303

প্রতিবেদন: হিন্দি সাংবাদিকতার জনপ্রিয় সাংবাদিক বিনোদ দুয়া প্রয়াত হলেন৷ করোনা পরবর্তী অসুস্থতার জেরেই শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ দূরদর্শন এবং এনডিটিভির প্রথমসারির এই সাংবাদিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে৷

শনিবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত সাংবাদিকের মেয়ে মল্লিকায় দুয়ার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এই মৃত্যুর সংবাদ সামনে এসেছে৷ জানা গিয়েছে, চলতি বছরের গোড়ায় কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিনোদ৷ তখন থেকেই ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ গত চারদিন ধরে ভর্তি ছিলেন দিল্লির একটি হাসপাতাসে৷ ছিলেন আইসিইউতে৷ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যু সংবাদ জানিয়ে মল্লিকা দুয়া লিখেছেন, “ভয়ডরহীন আমাদের অসামান্য বাবা, বিনোদ দুয়া প্রয়াত হয়েছেন। তিনি একটি অনন্য জীবন কাটিয়ে গেলেন। উদবাস্তু কলোনি থেকে যাত্রা শুরু করে গত ৪২ বছরে সাংবাদিকতার শিখর ছুঁয়ে ছিলেন। তিনি আমাদের চিরকাল সত্যের শক্তির কথা বলতেন। এখন থেকে আমাদের বাবা আমাদের মায়ের সঙ্গে স্বর্গে থাকবেন। আমি নিশ্চিত সেখানেও ওঁরা আবার একসঙ্গে গান গাইবেন, রান্না করবেন, ঘুরবেন এবং অবশ্যই ঝগড়া করবেন।’”

আরও পড়ুন: Priyanka Sarkar: শুটিং স্পটে অভিনেত্রীকে ধাক্কা, পুলিশের জালে মদ্যপ বাইক চালক