
খাস ডেস্ক: ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। বিজেপি বিধায়ক ভাঙিয়ে সরকার গড়বে না। বরং ভোটে জিতে সরকার তৈরি করবে বিজেপি। এমনটাই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগেও ডিসেম্বর নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তাঁর এই মন্তব্যে সায় দিয়েছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেছিলেন, “হয়ত এই সরকার ডিসেম্বরেই পড়ে যাবে।”
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
অন্যদিকে, ডিসেম্বরে রাজ্যভাগ হবে বলে দাবি করেছেন কেএলও নেতারাও। কেএলও নেতা (KLO Leader) মালখান সিং বলেন, “আমি রাজ্যভাগের পক্ষে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই খেলা হবে৷ কেন্দ্রশাসিত অঞ্চল হবেই। কারণ মানুষে এখন চাইছে এই রাজ্যভাগ।” প্রসঙ্গত, ইতিমধ্যে গত অগাস্ট মাসে প্রকাশ্যে এসেছে মোদী সরকারের মাস্টার প্ল্যান৷ আগামী লোকসভা নির্বাচনের আগে বাংলা ভাগের ডাক দিতে চলেছে কেন্দ্র৷ এমনটাই জানা গিয়েছিল অসমের স্থানীয় এক সংবাদমাধ্যমের মাধ্যমে৷ তৎতালীন সময়ে একটি বৈঠকও হয়ে গিয়েছিল৷
আরও পড়ুন-ভয়ানক, হাসপাতাল চত্বরে মুখের মধ্যে মৃত শিশুকে নিয়ে ঘুরে বেরাচ্ছে কুকুর
শুভেন্দুর (Suvendu Adhikari) পাশাপাশি বিজেপির নেতাদের মুখে বারংবার উঠেছে ডিসেম্বর ডেডলাইন। এই প্রসঙ্গে এর আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে। শুধু বিজেপিই নয়, ডিসেম্বর প্রসঙ্গ উঠে এসেছে তৃণমূল নেতাদের মুখেও। এপ্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র বলেছিলেন, “যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ হবে।”
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor