কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গরু পাচারের সঙ্গে যুক্ত৷ সোমবার কাঁথিতে তৃণমূলের গদ্দার দিবস পালনের অনুষ্ঠান থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মৎস্যমন্ত্রী অখিল গিরি।
অখিলবাবুর জোরাল দাবি, ‘‘বিগত দিনে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অবজারভার ছিলেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে তৎকালীন জেলার পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবীর৷ কোচবিহারের জেলা পরিষদের সদস্য আমার বাড়িতে এসে বলে গিয়েছেন, পুলিশের সঙ্গে হাত করে বর্ডারে গরু পাচারের সঙ্গে যুক্ত শুভেন্দু। সমস্ত রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন শুভেন্দু অধিকারী।’’
খানিক থেমে যোগ করেছেন, ‘‘অপেক্ষা করুন৷ আস্তে আস্তে সবই তদন্ত হবে। একের পর এক ফাইল আসছে৷’’ এরপরই শুভেন্দুকে কটাক্ষ করে অখিল গিরি বলেন, ‘‘কাঁথি শহরের সর্ববৃহৎ সনাতন পোস্টার দেখে একজনের খুব রাগ হয়েছে। তিনি নাকি বলছেন মানহানির মামলা করবেন। মামলা করো না? হাইকোর্টে খোলা রয়েছে। আমরা তো না বলিনি, কত মামলা করবে করো না।’’
এরপরই শ্লেষের সুরে যোগ করেছেন, ‘‘খুব ভয় পেয়ে গিয়েছে। ১৫০-র বেশি সিআরপিএফ নিয়ে এসেছে। ভয়ে দুপ দুপ করে কাঁপছে শান্তিকুঞ্জ। ঘরের নামটা খুবই ভাল শান্তিকুঞ্জ। যে সব থেকে বেশি অশান্তি করে, তার ঘরের নাম শান্তিকুঞ্জ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে এখনও লাল আলো ঘুরছে। জানুয়ারি মাস টা আসতে দিন৷ ওর গাড়ির লাল আলো চলে যাবে। বিজেপি ভেঙে চুরমার হয়ে যাবে।’’
আরও পড়ুন: Suvendu Adhikari কি মহিলা নাকি যে পুলিশ ওর গায়ে হাত দেবে: Kunal Ghosh